Home আপডেট চিরনিদ্রায় গেলেন প্রখ্যাত ফিল্ম ও মঞ্চাভিনেতা গব্বর সিং-এর “কালিয়া” বিজু খোটে

চিরনিদ্রায় গেলেন প্রখ্যাত ফিল্ম ও মঞ্চাভিনেতা গব্বর সিং-এর “কালিয়া” বিজু খোটে

চিরনিদ্রায় গেলেন প্রখ্যাত ফিল্ম ও মঞ্চাভিনেতা গব্বর সিং-এর “কালিয়া” বিজু খোটে

‘কিতনে আদমি থে কালিয়া’ শোলের সেই খ্যাতনামা সংলাপ মনে নেই এমন সিনেপ্রেমী বোধহয় খুঁজে পাওয়া দায়। গব্বরের সেই ‘চেলা’ ওরফে বিজু খোটেকে সবাই তারপর থেকে মজাচ্ছলে ‘কালিয়া’ বলেই ডাকতেন। ‘শোলে’তে গব্বর সিং-এর বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কালিয়ার, ‘সর্দার ম্যায়নে আপ কা নমক খায়া হ্যায়’- সংলাপ এক সময় সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘুরত। সেই প্রখ্যাত অভিনেতাই সোমবার চিরনিদ্রায় গেলেন।সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত ফিল্ম ও মঞ্চাভিনেতা। বয়স হয়েছিল ৭৭। সূত্রের খবর, মাল্টি অর্গান ফেইলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়। প্রবীণ অভিনেতা বিজু খোটের বোনঝি, যিনি নিজেও একজন অভিনেত্রী, ভাবনা বালসাভরই প্রথম এই খবর প্রকাশ্যে আনেন। ভাবনা জানিয়েছেন, সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে বিজু খোটে তাঁর নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন বিজু। সোমবার দুপুরেই বিজু খোটের শেষকৃত্য সম্পন্ন হবে চন্দনওয়াড়ি শ্মশানে।

Mumbai: Veteran actors Seema Deo, Ramesh Deo, Shubha Khote, Viju Khote and Bhavana Balsavar at the inauguration of ActFest, which is organised by Cine and TV Artistes’ Association (Cintaa) and 48 Hour Film Project, in Mumbai on Feb 15, 2019. (Photo: IANS) by .

১৯৬৪ সালে ‘ইয়া মালিক’ সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেন তিনি। তারপর ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিজু খোটে, ‘শোলে’ ছাড়াও ‘কুরবানি’, ‘নাগিনা’, ‘কয়ামত সে কয়ামত তক’ ও ‘আন্দাজ আপনা আপনা’র মতো ফিল্মে নজরকাড়া অভিনয় করেছেন। বিজু খোটের বাবা নন্দু খোটে ছিলেন মারাঠি মঞ্চ ও সিনেমার অভিনেতা। নন্দু খোটের বড়দা বিশ্বনাথ খোটের স্ত্রী দুর্গা খোটে ছিলেন মারাঠি মঞ্চ সিনেমা, এবং হিন্দি সিনেমার ডাক সাইটে অভিনেত্রী। বিজুর দিদি শুভা খোটেও মারাঠি ছবি, সিনেমা এবং হিন্দি সিনেমা ও সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ।

Image result for birju khote shova khote

 

 

 

‘আন্দাজ আপনা আপনা’তে তাঁর রবার্ট চরিত্রের মুখে, ‘গলতি সে মিস্টেক হোগয়া’, সংলাপও খুব জনপ্রিয় হয়েছিল। পরে সেই সংলাপ হিন্দি সিনেমাতে নানা ভাবে ব্যবহার হয়েছে। জনপ্রিয় এই হিন্দি সিনেমাগুলি ছাড়াও প্রচুর মারাঠি সিনেমায় অভিনয় করেছেন বিজু খোটে। প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশন হাউসে তৈরি হওয়া মারাঠি ছবি ‘ভেন্টিলেটর ‘ কিম্বা টেলিভিশন শো ‘জওয়ান সম্ভাল কে’তে অভিনয় করেছেন। দুই ভাষায় মোট তিনশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিজু খোটেকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘জানে কিউ দে ইয়ারো’ ছবিতে।