Home আপডেট Purulia: পুজোর মধ্যেই শাটার কেটে পুরুল্যা শহরে মোবাইল ফোনের দোকানে ভয়াবহ চুরি

Purulia: পুজোর মধ্যেই শাটার কেটে পুরুল্যা শহরে মোবাইল ফোনের দোকানে ভয়াবহ চুরি

Purulia: পুজোর মধ্যেই শাটার কেটে পুরুল্যা শহরে মোবাইল ফোনের দোকানে ভয়াবহ চুরি

[ad_1]

গয়নার দোকানে ভয়াবহ ডাকাতির আতঙ্ক কাটতে না কাটতেই পুজোর মধ্যে পুরুল্যা শহরে দুঃসাহসিক চুরি। মোবাইল ফোনের দোকানের শাটার ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে গেল চোরেরা। সিসিটিভিতে ধরা পড়ল মুখে কাপড় বাঁধা চোরেদের কীর্তি। এই ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

পুরুল্যা শহরের ২ নম্বর ওয়ার্ডে সাহেববাঁধ রোডের পাশে ওই দোকানের মালিক ভাদেশ্বর মার্দন্য জানিয়েছেন, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। রবিবার ছিল ছুটির দিন। সেদিন পরিারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ফিরে দোকানের সামনে থেকে ঘুরে যান তিনি। সকালে এক কর্মচারী ফোন করে জানায় শাটার কাটা। এসে ভিতরে ঢুকে দেখি, দোকান থেকে সমস্ত মোবাইল ফোন নিয়ে গিয়েছে চোরেরা।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সোমবার ভোর ৩টে নাগাদ চার – পাঁচ জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে পর্দা দিয়ে আড়াল করে দোকানের শাটার কাটে। তার পর একে একে সমস্ত মোবাইল ফোন বস্তায় ভরে পালায় তারা। তিনি জানিয়েছেন প্রায় ৩০ লক্ষ টাকার মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার খোয়া গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভাদেশ্বরবাবু।

এই ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের প্রশ্ন, পুজোয় এত ভিড় ও পুলিশি বন্দোবস্তের মধ্যে চুরি হল কী করে? গত অগাস্টে পুরুল্যা শহরে সেনকো গোল্ডের শো রুমে ভয়াবহ ডাকাতি হয়। একই দিনে সেনকো গোল্ডের শো রুমে ডাকাতি হয় রানাঘাটেও। ২টি ঘটনারই কিনারা করেছে পুলিশ।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here