Home বিদেশ Qatar commuted death sentence: বড় খবর, কাতারে ৮ ভারতীয় নৌসেনার মৃত্যুদণ্ড স্থগিত

Qatar commuted death sentence: বড় খবর, কাতারে ৮ ভারতীয় নৌসেনার মৃত্যুদণ্ড স্থগিত

Qatar commuted death sentence: বড় খবর, কাতারে ৮ ভারতীয় নৌসেনার মৃত্যুদণ্ড স্থগিত

[ad_1]

Qatar commuted death sentence: বড় খবর। কাতারের মাটিতে স্বস্তি ভারতের। বহুদিন ধরেই কাতারে আটকে রয়েছে ৮ ভারতীয় নৌসেনা। তাদের মৃত্যুদন্ড দেয়া হয়েছিল। ভারত সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল যাতে নৌ সেনাদের দেশে ফিরিয়ে আনা যায়। কাতারে সেই ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার কাতারে শুনানির সময় পরিবারের সদস্যদের সাথে ভারতীয় রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন। বিদেশ মন্ত্রক বলেছে যে “আমরা মামলার শুরু থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা সমস্ত আইনি সহায়তা প্রদান অব্যাহত রাখব। আমরা কাতার কর্তৃপক্ষের কাছেও বিষয়টি উত্থাপন অব্যাহত রাখব”। এই বিষয়ে কার্যপ্রণালীর গোপনীয়তা এবং সংবেদনশীলতার কারণে, এই সময়ে আর কোন মন্তব্য করা উপযুক্ত হবে না। কাতারের সাবেক নৌবাহিনীর ৮ সদস্যের সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। যে আট প্রাক্তন নৌসেনা অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাঁরা হলেন ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং রাজেশ। এই সমস্ত প্রাক্তন অফিসার ২০ বছর ধরে ভারতীয় নৌবাহিনীতে কাজ করেছিলেন। নৌবাহিনীতে তাঁদের কার্যকাল অনবদ্য। দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here