Home আপডেট Rabindra Bharati University: রবীন্দ্রভারতীতে ৫ ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ, কাঠগড়ায় ২ অধ্যাপক

Rabindra Bharati University: রবীন্দ্রভারতীতে ৫ ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ, কাঠগড়ায় ২ অধ্যাপক

Rabindra Bharati University: রবীন্দ্রভারতীতে ৫ ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ, কাঠগড়ায় ২ অধ্যাপক

[ad_1]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতে এবার র‍্যাগিংয়ের অভিযোগ উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এক্ষেত্রে ছাত্রীদের র‍্যাগিং করার অভিযোগ উঠেছে অধ্যাপকদের বিরুদ্ধে। এই অভিযোগ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় আজ শুক্রবার অ্যান্টি র‍্যাগিং সেলের সঙ্গে বৈঠক করবেন। ছাত্রীদের অভিযোগ, তাঁদের র‍্যাগিং করার পাশাপাশি মানসিক নির্যাতন করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। পরীক্ষায় তাঁদের অকৃতকার্য করানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীরা।

আরও পড়ুন: পড়ুয়া ও কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আহত বেশ কয়েকজন

হিন্দি বিভাগের পাঁচ ছাত্রী বিভাগীয় দুই অধ্যাপকের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ তুলেছেন। ছাত্রীদের অভিযোগ, তাঁদের পরীক্ষায় অকৃতকার্য করানো হয়েছে। তাই নিয়ে তাঁরা অধ্যাপকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় অধ্যাপকের সঙ্গে তাঁদের কথা কটাকাটি হয় তাঁদের। তখন দুই ছাত্র এসে তাঁদের ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়। এক ছাত্রীর অভিযোগ তাঁকে এতটাই জোরে বুকে ধাক্কা মারা হয়েছিল যে শেষ পর্যন্ত তাঁকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গিয়ে অক্সিজেন দিতে হয়েছিল। শেষে অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই পাঁচ ছাত্রী বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিন অফ স্টুডেন্টের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

এ বিষয়ে উপাচার্য জানান, আজ অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হবে। যদিও এই ঘটনা কার্যত অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যাপকরা। তাঁদের একজন অম্বর চৌধুরীর পালটা দাবি, ছাত্রীরা তাঁর ঘরে এসে ঘেরাও করেছিলেন। তাই তিনি বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। র‍্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি। ছাত্রীদের অভিযোগ পেয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রীকে মানসিক এবং শারীরিক অত্যাচার এবং হেনস্থার অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে। সেই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দফতর এবং মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন ছাত্রীরা। তার ভিত্তিতে ছাত্রীদের বয়ান রেকর্ড করেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি। অভিযুক্ত অধ্যাপকের বয়ানও রেকর্ড করেছে। 

এদিকে, রবীন্দ্রভারতীতে শুভ্রকমল মুখোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। কিন্তু, নিয়োগপত্র পাওয়ার পর তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ তুলেছেন। এমনকী তাঁকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উপাচার্য। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here