Home আপডেট Rahul Gandhi called Nitish Kumar: ভুল বোঝাবুঝি দূর করতে নীতীশকে ফোন রাহুলের, জেডিইউ বৈঠক ডাকতেই ফ্যাসাদে কংগ্রেস

Rahul Gandhi called Nitish Kumar: ভুল বোঝাবুঝি দূর করতে নীতীশকে ফোন রাহুলের, জেডিইউ বৈঠক ডাকতেই ফ্যাসাদে কংগ্রেস

Rahul Gandhi called Nitish Kumar: ভুল বোঝাবুঝি দূর করতে নীতীশকে ফোন রাহুলের, জেডিইউ বৈঠক ডাকতেই ফ্যাসাদে কংগ্রেস

[ad_1]

Rahul Gandhi called Nitish Kumar: গত মঙ্গলবার ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। আর সেখানেই প্রধানমন্ত্রীর মুখ হিসােব খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন। রাহুল গান্ধীর কথা না উল্লেখ করে কেন খাড়গের নাম করলেন মমতা তা নিয়ে তারপর থেকে চর্চা চলতে শুরু করে রাজনৈতিক ময়দানে। আসন সমঝোতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুখ, ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে একাধিক তাৎপর্যপূর্ণ আলোচনা হয় সেইদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে মত দিয়েছেন প্রায় সকলেই। তবে কি মোদী বিরোধী জোটের মুখ খাড়গেই? সোনিয়া গান্ধী ,রাহুল গান্ধী ‘ইন্ডিয়া’র (INDIA) অন্য হেভিওয়েটদের ছেড়ে হঠাৎ করে কেন মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রীর ‘মুখ’ হিসাবে প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায় , দেশজুড়ে এই প্রশ্নে ঝড় উঠতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব কে সমর্থন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালও। কিন্তু এই প্রস্তাবনায় অখুশি ছিল নীতিশ কুমারের দল জেডিইউ। তার ইঙ্গিতও মিলেছিল। এমনকি জেডিইউ-র বিধায়ক গোপাল মণ্ডল কংগ্রেস সভাপতিকে অবজ্ঞা করে বলেছেন, “কে এই খড়্গে-ভড়্গে? কেউ খড়্গেকে চেনে না। মানুষ নীতীশকে চেনেন। নীতীশই প্রধানমন্ত্রী হবেন।”

এই ঘটনা বেগতিক বুঝেই ভুল বোঝাবুঝি দূর করতে নীতিশ কুমারকে ফোন করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, ক্ষোভ মেটাতেই রাহুল নিজে নীতীশকে ফোন করেন। খড়্গের নাম প্রস্তাব নিয়ে রাহুল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন। জানান দিয়েছেন, কংগ্রেসের মস্তিষ্ক নেই এর পিছনে। খাড়গের নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই। কংগ্রেস কাউকে মুখ করে ভোটে যাওয়ার বদলে ‘ম্যায় নহি, হম’-এর নীতিতে বিশ্বাসী। বিরোধী মঞ্চ জিতলে প্রধানমন্ত্রীর নাম পরে ঠিক হবে।

বৈঠকে মমতা খড়্গের নাম তোলায় নীতীশ স্বচ্ছন্দ বোধ করছিলেন না বলে অনেকের মত। নীতীশ-শিবির যে এখনও ক্ষুব্ধ আজ জেডিইউ বিধায়কের খড়্গেকে নিয়ে মন্তব্যেও স্পষ্ট হয়েছে। তার উপরে নীতীশ আগামী সপ্তাহে দলের সাংগঠনিক বৈঠকের ডেকেছেন। সেটাও চিন্তায় রেখেছে কংগ্রেসকে। তবে শেষমেশ জানা গেছে, আলোচনার পাশাপাশি খুব শীঘ্রই আসন সমঝোতা নিয়ে ‘ইন্ডিয়া’-র প্রচার কমিটির বৈঠক ডাকা হবে। তারই সলতে পাকানোর পর্ব চলছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here