Home আপডেট Raiganj: ভর সন্ধ্যায় রায়গঞ্জে শ্যুটআউট, আততায়ীদের গুলিতে খুন সরকারি আধিকারিককে

Raiganj: ভর সন্ধ্যায় রায়গঞ্জে শ্যুটআউট, আততায়ীদের গুলিতে খুন সরকারি আধিকারিককে

Raiganj: ভর সন্ধ্যায় রায়গঞ্জে শ্যুটআউট, আততায়ীদের গুলিতে খুন সরকারি আধিকারিককে

[ad_1]

ফের রায়গঞ্জ শহরে শ্যুটআউট। এবার দুষ্কৃতীদের গুলিতে নিহত সরকারি আধিকারিক। বুধবার রাতে রায়গঞ্জ শহরের তুলসিতলা এলাকায় ঘটনাটি ঘটে। দীনেশ সাহা (৫০) নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয়রা জানিয়েছে, বীজ নিগমের আধিকারিক দীনেশবাবু সপরিবারে রায়গঞ্জ শহরের তুসলি তলায় ভাড়া বাড়িতে থাকতেন। বুধবার রাতে পাড়ার দোকানে মুদি সামগ্রী কিনতে বেরিয়েছিলেন তিনি। দোকান থেকে ভাড়া বাড়িতে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে দীনেশবাবুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুষ্কৃতীদের ও মোটরসাইকেলটি সনাক্ত করার কাজ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত রেষারেষি থেকেই এই খুন। ভর সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জনবহুল এলাকায় এই ভাবে এক সরকারি আধিকারিক খুন হয়ে গেলে অন্যরাই বা নিরাপদ বোধ করবেন কী করে প্রশ্ন তুলছেন তাঁরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here