Home আপডেট Railway line to Sikkim: অপেক্ষার দিন শেষ, এবার পশ্চিমবঙ্গ থেকে ট্রেন যাবে সিকিমে! সুখবর দিল রেল

Railway line to Sikkim: অপেক্ষার দিন শেষ, এবার পশ্চিমবঙ্গ থেকে ট্রেন যাবে সিকিমে! সুখবর দিল রেল

Railway line to Sikkim: অপেক্ষার দিন শেষ, এবার পশ্চিমবঙ্গ থেকে ট্রেন যাবে সিকিমে! সুখবর দিল রেল

[ad_1]

Railway line to Sikkim: ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ খুশির খবর। সড়ক পথের দীর্ঘ ধকল সহ্য করার আর দরকার নেই। এবার রেলপথে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সিকিমে। আগামী বছরের মধ্যেই সড়ক পথের পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে একদম সরাসরি রেলপথে যুক্ত হতে চলেছে সিকিম। এ জন্য কিভাবে কাজ চালানো হচ্ছে? সেই কাজ এগিয়েছে কতটা? চলুন জেনে নেওয়ার যাক।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালে রেল পরিষেবার একটি বড় উপহার পেতে চলেছে সিকিম। রেলপথে সরাসরি পশ্চিমবঙ্গের সঙ্গে যোগসূত্র স্থাপন হবে তার। এ জন্য সেবক-রংপোর মধ্যে জোর কদমে টানেল তৈরির কাজ চলছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সেই সেবক-রংপো রেল প্রকল্পের কাজ প্রায় শেষের পথে।পশ্চিমবঙ্গের সেবক এবং সিকিমের রংপোর মধ্যে এই রেলপথটি নির্মিত হচ্ছে। ধীরে ধীরে এটি দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হবে। রেল সূত্রে জানা গিয়েছে,সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের সমস্ত কাজ শেষ করে রেল দফতরকে তা হস্তান্তর করে দেওয়া দেবে দায়িত্ব প্রাপ্ত সংস্হা।

প্রকল্পটি ৪৫ কিলোমিটার দীর্ঘ এবং এতে পাঁচটি স্টেশন রয়েছে। বাংলার তিস্তা বাজারে এর একটি ভূগর্ভস্থ স্টেশনও রয়েছে। এছাড়া রয়েছে ১৪টি টানেল, ১৭টি রেল সেতু। পুরো প্রকল্পের প্রায় ৩৮ কিলোমিটার টানেলের মাধ্যমে এগিয়ে যাবে। একই সঙ্গে টানেল নির্মাণের প্রায় ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়াও, ছয়টি সুড়ঙ্গ খনন করার কাজও শেষ। আরও অনেকগুলি শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। অন্যান্য টানেলগুলির চূড়ান্ত কংক্রিট আস্তরণ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিকিম রাজ্যের যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্প সিকিমের সামগ্রিক উন্নয়নে বড় অবদান রাখবে।

এখন ভ্রমণার্থীদের দীর্ঘ সড়ক পথ ধরে সিকিমে পৌঁছতে হয়। সে পথের সৌন্দর্য অনেকে উপভোগ করলেও বয়স্কদের ক্ষেত্রে সেই জার্নি সহ্য করা অনেক সময় কঠিন হয়ে যায়। সরাসরি ট্রেনে সিকিম যুক্ত হলে যাতায়াতের সময় কমবে, সিকিমের নতুন নতুন জায়গায় পর্যটকদের ভিড়ও বাড়বে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here