Home আপডেট পর্ন কাণ্ডে শিল্পার বয়ান রেকর্ড, আফ্রিকার ব্যাঙ্কে লেনদেন নিয়ে রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল অফিসে

পর্ন কাণ্ডে শিল্পার বয়ান রেকর্ড, আফ্রিকার ব্যাঙ্কে লেনদেন নিয়ে রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল অফিসে

পর্ন কাণ্ডে শিল্পার বয়ান রেকর্ড, আফ্রিকার ব্যাঙ্কে লেনদেন নিয়ে রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল অফিসে

আজ ফের একবার ম্যাজিস্ট্রেট কোর্টে না-মঞ্জুর হয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জামিন। পাশাপাশি ২৭ শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে রাজের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারি অবৈধ, এবার এমন দাবি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিযুক্তর আইনজীবীরা। শিল্পা শেট্টির স্বামীর আইনজীবীদের দাবি, ৪,০০০ পাতার যে চার্জশিট মুম্বই পুলিশ রাজ কুন্দ্রা ও পর্ন কাণ্ডে জড়িত অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে পেশ করেছে সেখানে পর্নোগ্রাফির কোনও নির্দিষ্ট উল্লেখ নেই। পাশাপাশি রাজ কুন্দ্রার গ্রেফতারি অবৈধ বলে দাবি তাঁদের।

অন্য দিকে, মুম্বই পুলিশ সন্দেহ করছে, পর্নছবি থেকে আয় করা টাকা অনলাইন জুয়ায় ব্যবহার করা হয়েছিল।

মুম্বই পুলিশের এক আধিকারিক বলেন, রাজ কুন্দ্রার ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ইউনাইটেড ব্যাঙ্ক অব আফ্রিকায় কেন লেনদেন করা হয়েছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওই দিনই শিল্পা শেঠির জুহুর বাড়িতে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে। শিল্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। সূত্রের খবর, অপরাধ দমন শাখার আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে পৌঁছলে বয়ান দিতে রাজি হন শিল্পা। স্বামীর পর্নগ্রাফির ব্যবসা সম্পর্কে তিনি কিছু জানতেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।