Home আপডেট Ram Mandir Rallies in Kolkata: অযোধ্যার আঁচ কলকাতায়, রাজপথে হাঁটবেন মমতা, শুভেন্দু! শহরজুড়ে হবে ৬০টি মিছিল

Ram Mandir Rallies in Kolkata: অযোধ্যার আঁচ কলকাতায়, রাজপথে হাঁটবেন মমতা, শুভেন্দু! শহরজুড়ে হবে ৬০টি মিছিল

Ram Mandir Rallies in Kolkata: অযোধ্যার আঁচ কলকাতায়, রাজপথে হাঁটবেন মমতা, শুভেন্দু! শহরজুড়ে হবে ৬০টি মিছিল

[ad_1]

অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা আজ। আর সেখানে আজই কলকাতায় হবে প্রায় ৬০টি মিছিল। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে সংহতি মিছিল। অন্যদিকে আজ রামের নামে মিছিলে পা মেলাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জেরে সপ্তাহের প্রথমদিনে চরম ভোগান্তি পোহাতে হতে পারে তিলোত্তমাবাসীদের। এদিকে কোনও মিছিল, সমাবেশ ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি না বিগড়ে যায়, তার জন্য সতর্ক থাকছে পুলিশ। সব থানাকেই প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে লালবাজার। (আরও পড়ুন: ‘রামমন্দির উদ্বোধনে শুভেচ্ছা…’, বললেন ফিরহাদ, ২২ তারিখ বাংলাতেও থাকবে ছুটি?)

আরও পড়ুন: রামের নামে সাজল অ্যান্টিলিয়া, অকাল দিওয়ালি আম্বানি গৃহে

আজ কালীঘাটে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে দুপুরে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ক্রসিং পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল হওয়ার কথা। এই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। দুপুর সাড়ে ৩টে নাগাদ এই মিছিল শুরু হবে। হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট রোড হয়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত যাবে এই মিছিল। একাধিক ধর্মগুরুর থাকার কথা এই মিছিলে। মিছিল চলাকালীন এই রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে। হাজরা রোড ধরে মিছিল নিয়ে যাওয়ার পথে হাজরা ল’কলেজের সামনে থামবে মিছিল। সেখানে একটি মসজিদে গিয়ে চাদর চড়ানোর কথা মুখ্যমন্ত্রীর। (আরও পড়ুন: আজ নয়া বিগ্রহে ‘প্রাণ প্রতিষ্ঠা’, ‘পুরনো’ রামলালার কী হবে? জানুন প্রতিমা কাহন)

আরও পড়ুন: রামমন্দির কমপ্লেক্সে ১টা নয়, আছে একাধিক মন্দির! জানুন রামলালার গৃহের খুঁটিনাটি

এছাড়াও আজ ভবানীপুরের রমেশ মিত্র রোড থেকে একটি মিছিল যাবে ক্যামাক স্ট্রিট পর্যন্ত। আর একটি মিছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে গিরীশ পার্কে রামমন্দিরের সামনে যাবে। ধর্মতলা মোড়েও একাধিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সমাবেশ আছে। এদিকে উত্তর কলকাতার গনেশ টকিজ এলাকার বৈকুণ্ঠ মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা হবে। তাতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী মহামিছিল হওয়ার কথা দুপুর ১টা থেকে। এছাড়াও শহর জুড়ে একাধিক মিছিল-সমাবেশ হবে। এই আবহে শহরে ব্যাপক যানজটের আশঙ্কা করছে লালবাজার। বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা সাময়িক বন্ধ রাখতে হবে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here