Home খেলাধুলো শোয়েবকে ‘হুইলচেয়ার’ ক্রিকেটার বলে আক্রমন রামিজ রাজার

শোয়েবকে ‘হুইলচেয়ার’ ক্রিকেটার বলে আক্রমন রামিজ রাজার

শোয়েবকে ‘হুইলচেয়ার’ ক্রিকেটার বলে আক্রমন রামিজ রাজার

পাকিস্তানি ক্রিকেটাররা আক্রমণের শিকার হলেন পাকিস্তানি ধারাভাষ্যকারের। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রামিজ রাজা। পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক এবং মহম্মদ হাফিজকে হুইলচেয়ার ক্রিকেটার বলে কটাক্ষ করলেন রামিজ রাজা ।

এমন মন্তব্যের পরই পাকিস্তান ক্রিকেটে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি ২০ সিরিজ জিতেছে পাকিস্তান।এই সিরিজ জয়ে শোয়েব ও হাফিজের অবদান অপরিসীম। তবুও রামিজ রাজার এমন মন্তব্য হতবাক করেছে সকলকে।

২-০ ব্যবধানে পাকিস্তানের মাটিতে সিরিজ হেরে ফিরতে হয়েছে বাংলাদেশকে। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের এই জয় টি-২০ বিশ্বকাপের আগে দলকে অক্সিজেন দেবে বলে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা সহ কোচ মিসবা উল হকও।

কিন্তু রামিজের যুক্তি, ”বাংলাদেশের বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিন্তু বিশ্বকাপ সামনেই। অস্ট্রেলিয়ার পিচে কি শোয়েব-হাফিজ শিরোপা জেতাতে পারবে? ওদের বয়স এখন ৪০ ছুঁই ছুঁই। সেরাটা ওরা অতীতে ফেলে এসেছে। এখন দুজনই হুইলচেয়ার ক্রিকেটার। “