Home আপডেট Ration Scam: খাদ্য দফতরের দুয়ারে আগেই থমকে গিয়েছিল রাজ্য পুলিশের তদন্ত! কার নির্দেশে?

Ration Scam: খাদ্য দফতরের দুয়ারে আগেই থমকে গিয়েছিল রাজ্য পুলিশের তদন্ত! কার নির্দেশে?

Ration Scam: খাদ্য দফতরের দুয়ারে আগেই থমকে গিয়েছিল রাজ্য পুলিশের তদন্ত! কার নির্দেশে?

[ad_1]

রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে তাকে। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন রাজ্য পুলিশ কী করছিল? কারণ রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেনি। রাজ্য পুলিশ কি আদৌ এই রেশন দুর্নীতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছিল? 

তবে এবার রেশন দুর্নীতি নিয়ে নয়া তথ্য সামনে আসছে। কারণ দেখা যাচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে বিহারের পশু খাদ্য মামলার কিছু যোগ পাওয়া যাচ্ছে। তবে ইডি ওই পশুখাদ্য মামলায় রাজসাক্ষী দীপেশ ও হিতেশের সংস্থায় তল্লাশি চালিয়েছিল। সূত্রের খবর কলকাতা পুলিশ আগেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল। চাল ও ধান কেনাবেচায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাদের। এবার প্রশ্ন ওই দুর্নীতি কাণ্ডে কি পুলিশ সেই সময় খাদ্য় দফতরের যোগ পায়নি? নাকি সব জেনেও চুপ করেছিল পুলিশ? তাহলে কি রাজ্য় খাদ্য দফতরের সঙ্গে ওই দুর্নীতির যোগ রয়েছে এটা টের পেয়েই আর এনিয়ে এগোতে চায়নি পুলিশ?

ইডি এনিয়ে তদন্ত শুরু করার পর থেকে নতুন করে  নানা কথা উঠতে শুরু করেছে। সূত্রের খবর, ২০১৮ সালেই এনিয়ে প্রথম নড়েচড়ে বসেছিল পুলিশ। আসলে দিল্লির প্রগতি ময়দান এলাকায় রেশনে নিম্নমানে সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছিল। তখনই নাম জড়ায় ওই দুই ব্যক্তির। সাড়ে চারবছর ধরে তদন্ত চলে। এরপর পুলিশ চার্জশিট জমা দেয় আলিপুর আদালতে। বলা হয় অভিযুক্তরা রেশনের জন্য বরাদ্দ চাল কম দামে কিনে গ্রাহকদের বঞ্চিত করে তা বেশি দামে বাইরে বিক্রি করে দিচ্ছে। এমনকী নিম্নমানের চাল কিনে তা সরকারকে সরবরাহ করছে বলেও অভিযোগ ওঠে। 

কিন্তু অভিযোগ কোনও এক অজানা কারণে রাজ্য খাদ্য দফতরের দুয়ার পর্যন্ত এসে থমকে গেল তদন্ত। 

তবে কি কোনও প্রভাবশালীর পদক্ষেপের জেরে থমকে গিয়েছিল তদন্ত? কেন সেই সময় পুলিশ রাজ্য় খাদ্য দফতরের বিরুদ্ধে পদক্ষেপ নিল না? তবে কি মৌচাকে ঢিল ছুঁড়তে চায়নি রাজ্যপুলিশ? 

প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত ১০০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে। প্রসঙ্গত, বাকিবুরের ফ্ল্য়াট থেকে সরকারি দফতরের প্রচুর স্ট্য়াম্প পাওয়া গিয়েছিল। এদিকে বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতেও নাকি খাদ্য দফতরের একাধিক স্ট্যাম্প যায়। এই আবহে শেষ পর্যন্ত গত ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করে ইডি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here