Home আপডেট Ration Scam: রেশন কেলেঙ্কারিতে ইডির হাতে আরও ১ ডায়েরি

Ration Scam: রেশন কেলেঙ্কারিতে ইডির হাতে আরও ১ ডায়েরি

Ration Scam: রেশন কেলেঙ্কারিতে ইডির হাতে আরও ১ ডায়েরি

[ad_1]

রেশন দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে ইডি। তল্লাশি চলছে বিভিন্ন চালকল- আটাকল ও তাদের মালিকের ঠিকানায়। আর সেই তল্লাশিতে ফের বড়সড় সাফল্য পেলেন ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, বাকিবুর ঘনিষ্ঠ এক আটাকল মালিকের বাড়িতে তল্লাশির সময় একটি ডায়েরির সন্ধান পেয়েছেন তাঁরা। সেই ডায়েরিতে রয়েছে একাধিক আটাকলের নাম ও কারবারের হিসাব। ইডির দাবি, কী ভাবে আটাকল থেকে খোলা বাজারে আটা বিক্রি হয়েছে তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ডায়েরি থেকে।

শনিবার হাওড়ার উলুবেড়িয়া, উত্তর ২৪ পরনার বনগাঁ, নদিয়ার রানাঘাট ও কলকাতার বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালায় ইডি। তখনই বাকিবুর ঘনিষ্ঠ এক আটাকল মালিকের বাড়ি থেকে একটি ডায়েরি পাওয়া যায় বলে জানা গিয়েছে। ডায়েরিতে রয়েছে বিভিন্ন আটাকলের নাম ও তাদের কারবারের হিসাবে। জেরায় ইডিকে ওই ব্যবসায়ী জানিয়েছেন, সরকারি গম ভাঙিয়ে যে আটা তৈরি হত তার একাংশ বাকিবুরের নির্দেশে চলে যেত প্যাকেজিং হতে। ২০ – ৩০ শতাংশ আটা প্যাকেজিং হয়ে বিক্রি করা হত খোলা বাজারে। সেই ব্যবসার মুনাফার অংশ পেতেন বাকিবুর। এছাড়া কখনও রেশনের গম কম দামে কিনে আটা তৈরি করে বিক্রি করা হত খোলা বাজরে।

এর আগে রেশন দুর্নীতিতে হাওড়ার ব্যাঁটরায় জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে মেরুন ডায়েরি উদ্ধার করেছিল ইডি। সেই ডায়েরিতেও পাওয়া গিয়েছিল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ইডির আধিকারিকরা মনে করছেন, উদ্ধার হওয়া নতুন ডায়েরিতেও পাওয়া যাবে দুর্নীতির বহু তথ্য।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here