Home আপডেট Road accident: রাতে চা খেতে যাওয়ায় কাল হল, বাড়ি ফেরার পথে বাইক-ইঞ্জিন ভ্যানের ধাক্কা, মৃত ২

Road accident: রাতে চা খেতে যাওয়ায় কাল হল, বাড়ি ফেরার পথে বাইক-ইঞ্জিন ভ্যানের ধাক্কা, মৃত ২

Road accident: রাতে চা খেতে যাওয়ায় কাল হল, বাড়ি ফেরার পথে বাইক-ইঞ্জিন ভ্যানের ধাক্কা, মৃত ২

[ad_1]

গভীর রাতে চা খাওয়ার নেশায় কাল হল। চা খেয়ে ফেরার সময় বাইকের সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দুজনের। এরমধ্যে একজন বাইক আরোহী অপরজন ইঞ্জিন ভ্যান চালক। মৃতদের নাম হল যথাক্রমে অর্ক রায় (২১) এবং তরণী সেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার কাকলিমারী ব্রিজ সংলগ্ন চাঁদা রায়পুর এলাকায়। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও দুজন।

আরও পড়ুন: জম্মুতে ৩০০ ফুট খাদে পড়ে গেল গাড়ি, মৃত বিহারের আট সহ দশ জন

জানা গিয়েছে, গোপালনগর থানার চালকির বাসিন্দা তরণী সেন। ইঞ্জিন ভ্যানচালক মৃত তরণী সেনের পরিবার সূত্রে জানা যায়, মেলায় দোকান দিয়েছিলেন তিনি। রাতে মেলা শেষ হয়ে যাওয়ায় তিনি ইঞ্জিনভ্যানে দোকানের যাবতীয় সরঞ্জাম নিয়ে বাগদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত তরণী সেনের সঙ্গে আরও দুজন সহকর্মী তাঁর পিছনেই অন্য ইঞ্জিনভ্যানে করে আসছিলেন।

সহকর্মী বিষ্ণু দাস বলেন, ‘তরণী দা ইঞ্জিনভ্যান নিয়ে রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল। তখন কোনও কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে। এরফলে তিনি গুরুতর জখম হন ও পরে মারা যান।’ ওই সময় বাইকে ছিলেন ৩ যুবক। ধাক্কা মারার পরেই তাদের বাইকটি দুমড়ে মুচড়ে যায়। তিনজনেই বাইক থেকে ছিটকে পড়েন। তরণী সেন সজোরে ধাক্কায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে সেখানে ছুটে যান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বনগাঁ থানার পুলিশ। 

৩ বাইক আরোহী ও ইঞ্জিন ভ্যানচালকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইঞ্জিন ভ্যানচালক এবং ওই বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় ভরতি আছে আরও ২ যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা মেনে নিতে পারছে না ইঞ্জিনভ্যান চালক তরণীসেনের পরিবার।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাইকে থাকা ৩ যুবকের মধ্যে ১ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা যায়, মৃত যুবকের বাড়ি বনগাঁ থানার গারাপোতার পাগলতলা এলাকায়। গুরুতর ওই দুই যুবকের নাম মুস্তাকিন মণ্ডল ও প্রসেনজিৎ মণ্ডল। তাঁরাও একই এলাকার বাসিন্দা। রাতে তাঁরা চা খেতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বাইকের গতি স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমেছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here