Home খেলাধুলো Rohit on Mumbai AIQ: ‘আমাদের সন্তানদের ভয়হীণ হয়ে বাঁচার অধিকার’… বিশ্বকাপের মধ্যে এ কী বললেন রোহিত

Rohit on Mumbai AIQ: ‘আমাদের সন্তানদের ভয়হীণ হয়ে বাঁচার অধিকার’… বিশ্বকাপের মধ্যে এ কী বললেন রোহিত

Rohit on Mumbai AIQ: ‘আমাদের সন্তানদের ভয়হীণ হয়ে বাঁচার অধিকার’… বিশ্বকাপের মধ্যে এ কী বললেন রোহিত

[ad_1]

মুম্বই: ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে  ভারত বনাম শ্রীলঙ্কা৷ সেই ম্যাচ খেলার জন্য  আগে  মেন ইন ব্লু মুম্বইয়ে পৌঁছে গিয়েছিল৷ মুম্বইয়ে ফ্লাইট ল্যান্ড করার সময় আকাশ থেকে মুম্বইয়ের ধোঁয়াশায় ঢাকা একটি ছবি স্টোরিতে শেয়ার করেন রোহিত৷ সেখানে রোহিত লেখেন “মুম্বই ইয়ে কেয়া হো গ্যায়া? অর্থাৎ তোমার কি হয়েছে মুম্বই?

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মুম্বইতে থাকেন, মুম্বইয়ে ক্রমবর্ধমান দূষণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন হিটম্যান৷  বিমানের ভিতর থেকে ধুলোর মেঘে ঢাকা  মুম্বইয়ের একটি ফটো পোস্ট করেছেন।

শুধু সেদিনের স্টোরিতেই নয়, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেও ফের একবার মুম্বইয়ের বাতাসের গুণগত মান নিয়ে মুখর হন৷

আরও পড়ুন –  Bollywood Gossip: ৬বার বিয়ে ভেঙেছে, ৭ নম্বর বিয়ে সুপারহিট, সতীন-সতীন সন্তানদের সঙ্গে নিয়ে আজ সুখে ঘর করেন এই অভিনেত্রী

তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘একটি আদর্শ পৃথিবীতে এই ধরণের পরিস্থিতি আশা করেন না৷ আমি নিশ্চিত যাঁরা এই বিষয় নিয়ে ভাবার কথা তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন৷’’

আরও পড়ুন –  Pakistan in semifinal: ভারতের দয়াতেই পাকিস্তান পৌঁছতে পারে সেমিফাইনালে, অঙ্কের হিসেবনিকেশটা জাস্ট বুঝে নিন সহজে

তিনি আরও বলেন, ‘‘কিন্তু এই ধরণের অবস্থা কখনই আদর্শ নয়, ভবিষ্যত প্রজন্মের, আমাদের সন্তানদের, আমার সন্তানের, এটা ওদের অধিকার ওরা ভয়হীণ ভবিষ্যত পাবে৷ প্রতিবার আমি যখনই ক্রিকেটের বাইরে কথা বলি আমি তখনই বলি আমাদের উচিত ভবিষ্যত প্রজন্মের যত্ন নেওয়া৷ ’’

মুম্বই গত কয়েকদিন ধরে বিপজ্জনক বাতাসের আওতায় রয়েছে৷ এই মুহূর্তে এয়ার কোয়ালিটি ইনডেক্স অত্যন্ত খারাপ৷ এই মুহূর্তে বায়ুর মানের মাত্রা সম্প্রতি দিল্লির এআইকিউকে ছাড়িয়ে গেছে৷  যা মুম্বইয়ের সাধারণত দেখা যায় না৷

এদিকে, রোহিত একমাত্র খেলোয়াড় নন যিনি শহরের বায়ু দূষণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কারণ ইংল্যান্ডের তারকা খেলোয়াড় জো রুট সম্প্রতি বলেছিলেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ম্যাচ চলাকালীন, বেশ কয়েকজন খেলোয়াড়ের শ্বাসকষ্ট ছিল এবং হাঁ করে বাতাস নিতে হবে এমন অনুভূত হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, অনুশীলনের সময় বেন স্টোকসকে ইনহেলার ব্যবহার করতেও দেখা গিয়েছিল?

ভারত সেমিফাইনালে এক পা রেখেছে এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় সেমিফাইনালে তাদের টিকিট নিশ্চিত করবে৷

Tags: ICC World Cup 2023, IND vs SL, Rohit Sharma

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here