Home আপডেট Sakshi Malik: চব্বিশের নির্বাচনে বারাণসীতে মোদীর বিরোধী মুখ কুস্তিগীর সাক্ষী! নাম প্রকাশ্যে আসতেই জোর চর্চা

Sakshi Malik: চব্বিশের নির্বাচনে বারাণসীতে মোদীর বিরোধী মুখ কুস্তিগীর সাক্ষী! নাম প্রকাশ্যে আসতেই জোর চর্চা

Sakshi Malik: চব্বিশের নির্বাচনে বারাণসীতে মোদীর বিরোধী মুখ কুস্তিগীর সাক্ষী! নাম প্রকাশ্যে আসতেই জোর চর্চা

[ad_1]

Sakshi Malik: আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪। চব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। দফায় দফায় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করে আসন্ন নির্বাচনের জন্য রণকৌশল তৈরী করছেন। কিন্তু প্রার্থী কোন দলের জন্য কে হতে চলেছেন? কার সাথে কেই বা জোট বাঁধতে চলেছে ? এই নিয়ে বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। আর এই সব কিছুর মাঝেই একটা খবর কানাঘুসো পাওয়া যাচ্ছে , সেটি হল বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী হতে পারেন কুস্তিগির সাক্ষী মালিক। সবকিছু ঠিক থাকলে আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে ফিক্সড সাক্ষী। জানা গিয়েছে ইন্ডিয়া (INDIA) জোটের পক্ষ থেকে কুস্তিগীর সাক্ষী মালিককে মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং তিনি তাতে একপ্রকার রাজি হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ সঞ্জয় সিংহ (Sanjay Singh) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্ষোভে অবসর ঘোষণা করেছিলেন সাক্ষী মালিক। এমনকি তিনি জানিয়েছিলেন, আর দঙ্গল লড়বেন না। যখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক নবনির্বাচিত কুস্তি সংস্থাকে বরখাস্ত করল, কিছুটা স্বস্তিতে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী পালোয়ান সাক্ষী মালিক। এর আগে কুস্তিগীর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের পরিবার এবং ঘনিষ্ঠ সহযোগীদের অনুমতি না দেওয়ার বিষয়ে ক্রীড়ামন্ত্রক কুস্তিগীরদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। যিনি (পড়ুন সঞ্জয় সিং) উত্তরপ্রদেশ রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি হিসাবে কাজ করেছিলেন, তিনি ব্রিজভূষণ শরণ সিংয়ের ডানহাত। ফলে আমি কুস্তি ছাড়লাম।

*কেন সাক্ষীকে প্রার্থী করার চিন্তাভাবনা ?*

সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের তরফ থেকে কাউকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন। মমতা সেইসময় বলেছিলেন, বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে মহিলা কোনও মুখকে সামনে আনার কথাও। প্রস্তাব অনুযায়ী চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছিল সেইসময় থেকেই।মূলত এই কারণেই সাক্ষীকে মোদীর ‘বিরোধী মুখ’ হিসাবে ধরে নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা বিল পাশ করিয়ে নিয়ে দেশজুড়ে তার প্রচার করেন। এমনকি সবসময় তুলে ধরার চেষ্টা করেন মহিলাদের জন্য তিনি (পড়ুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ) ও তার দল বিজেপি কতটা দরদি। কুস্তিগিররা বারবার যৌন হেনস্তার অভিযোগে সোচ্চার তখন কেন্দ্রের পক্ষ থেকে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করেননি। মূলত এই সব বিষগুলি ভেবেই সাক্ষী মালিককে মোদীর বিরোধী মুখ হিসাবে প্রার্থী করার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here