Home আপডেট Sandeshkhali: জ্বলছে সন্দেশখালি, কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত

Sandeshkhali: জ্বলছে সন্দেশখালি, কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত

Sandeshkhali: জ্বলছে সন্দেশখালি, কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত

[ad_1]

সন্দেশখালি কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিন দিন ধরে অশান্ত সন্দেশখালিতে অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে শাহকে জানিয়েছেন তিনি। যার ফলে ভেঙে পড়েছে এলাকার আইনশৃঙ্খলা। এব্যাপরে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: MNREGA দুর্নীতির দায় পঞ্চায়েত প্রধান ও BDOর, বিস্ফোরক দাবি অভিযুক্তের আইনজীবীর

তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে বুধবার থেকে কার্যত জনজাগরণ হয়েছে সন্দেশখালিতে। আক্রান্ত হয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উত্তম সরদার। জনরোষের মুখে ভাঙচুর হয়েছে তাঁর বাড়ি, পোল্ট্রি ফার্ম ও বাগানবাড়ি। বাদ যাননি সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শিবু হাজরাও বাদ যাননি। শুক্রবার জেলিয়াখালিতে শিবু হাজরার ৩টি পোল্ট্রি ফার্ম জ্বালিয়ে দেয় জনতা। ভাঙচুর করা হয় শিবু হাজরার মদের দোকানে। জ্বালিয়ে দেওয়া হয় শিবু হাজরার বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, উত্তম আর শিবু এলাকায় শয়ে শয়ে বিঘা জমি দখল করেছে। সেই জমিতে মাছের ভেড়ি করেছে তারা। মাছ চাষের লভ্যাংশ চাইতে গেলে মারধর করে শিবু ও উত্তমের লোকেরা। এই ২ তৃণমূল নেতা তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি তাঁদের।

আরও পড়ুন: রসুনের দাম বাড়ল আকাশছোঁয়া, কলকাতার বাজারে ৬০০ ছুঁল রসুন, নাভিশ্বাস মধ্যবিত্তের

শিবু ও উত্তমের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার থেকে সন্দেশখালি থানার সামনে লাঠি – ঝাঁটা নিয়ে অবস্থান করছেন এলাকার মহিলারা। শুক্রবার জেলিয়াখালিতে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করে তৃণমূলের গুন্ডাবাহিনী। তবে তাতে তেমন ফল হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে ৩ জন গ্রামবাসী।

এদিন সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহকে চিঠি লেখেন সুকান্ত। সন্দেশখালিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন তিনি। সুকান্তর এই চিঠিকে বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা বলে দাবি করেছে তৃণমূল।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here