Home আপডেট Sandeshkhali: ধামাখালি হয়ে কলকাতায় ফিরলেন শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত EDর কর্মীরা

Sandeshkhali: ধামাখালি হয়ে কলকাতায় ফিরলেন শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত EDর কর্মীরা

Sandeshkhali: ধামাখালি হয়ে কলকাতায় ফিরলেন শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত EDর কর্মীরা

[ad_1]

রেশন দুর্নীতিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে দুষ্কৃতীতাণ্ডবের মুখে পড়া ED আধিকারিকরা অবশেষে পৌঁছলেন কলকাতায়। বেসরকারি হাসপাতালে শুরু হল তাঁদের চিকিৎসা। শুক্রবার সকালে এই ঘটনায় অন্তত ২ জন ইডি আধিকারিকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। বিধাননগরের বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন ইডির পদস্থ আধিকারিকরা। ওদিকে সরবেড়িয়া থেকে আজকের মতো সমস্ত ED আধিকারিককে ফিরে আসতে বলা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী – পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এর পর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটো রিকশয় করে এলাকা ছাড়েন তাঁরা। এর পর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।

দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর জানা যায়, ধামাখালি ফেরিঘাট দিয়ে পুলিশের বোটে করে কলকাতায় ফিরেছেন EDর আধিকারিকরা। এর পর বিধাননগরের মণিপাল হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন ইডির যুগ্ম অধিকর্তা।

হাসপাতাল সূত্রে খবর, ২ জন ইডি আধিকারিকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাদের সিটি স্ক্যান করে আঘাত কতটা গুরুতর তা দেখা হবে। এছাড়া বাকিদের ওপরেও নজর রাখা হচ্ছে। এদিন হাসপাতালে যান ইডির যুগ্ম অধিকর্তা মিথিলেশ যাদব। আহত সহকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এর পর ইডি সূত্রে জানা যায়, শুক্রবার সরবেড়িয়া থেকে সমস্ত আধিকারিককে ফিরে আসতে বলা হয়েছে।

ওদিকে সন্দেশখালি থেকে খবর, ইতিমধ্যে শেখ শাহজাহানের এলাকা ঘিরে ফেলতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা ও রাজ্যের অন্যান্য এলাকা থেকে আরও আধাসেনা সন্দেশখালিতে পাঠানো হচ্ছে। তবে শাহজাহানের বাড়ির কাছাকাছি এখনো পৌঁছতে পারেনি তারা। শুক্রবারের ঘটনার বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে দিল্লিতে ইমেল করেছেন ইডির কলকাতার আধিকারিকরা। এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here