Home আপডেট Sandeshkhali: সন্দেশখালিতে ফের জ্বলল ক্ষোভের আগুন, পুড়ে ছাই TMC নেতার মুরগির খামার

Sandeshkhali: সন্দেশখালিতে ফের জ্বলল ক্ষোভের আগুন, পুড়ে ছাই TMC নেতার মুরগির খামার

Sandeshkhali: সন্দেশখালিতে ফের জ্বলল ক্ষোভের আগুন, পুড়ে ছাই TMC নেতার মুরগির খামার

[ad_1]

পর পর তিন দিন, গণঅভ্যুত্থানের সন্দেশখালিতে ফের জ্বলে উঠল ক্ষোভের আগুন। শুক্রবার সন্দেশখালির জেলিয়াখালিতে পলাতক তৃণমূল নেতা শিবু হাজরার মুরগির খামারে আগুন ধরিয়ে দিলেন উত্তেজিত মহিলারা। এদিনও মোটা বাঁশ, লাঠি ও কাটারি নিয়ে তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান তারা।

শুক্রবার বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় জেলিয়াখালিতে। একদল মহিলা বাঁশ – কাটারি নিয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য শিবু হাজরার মুরগির খামারের সামনে জড়ো হন। এর পর খামারে আগুন ধরিয়ে দেন তাঁরা। মুহূর্তের মধ্যে জ্বলতে শুরু করে খামারটি। এর পর আসে পাশে মজুত খড়ের আঁটি আগুনে ফেলতে শুরু করেন তাঁরা। তাতে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।

আরও পড়ুন: কলকাতায় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ আসছে ৪ মার্চ, লোকসভার নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

বিক্ষোভকারীদের অভিযোগ, গায়ের জোরে গ্রামবাসীদের কয়েক শ’ বিঘা জমি দখল করেছেন তৃণমূল নেতা শিবু হাজরা। গ্রামবাসীদের তুলে নিয়ে গিয়ে সেই জমিতে গায়ের জোরে বেগার খাটান তিনি। টাকা চাইলে মিটিংয়ের নাম করে ডেকে নিয়ে গিয়ে গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে মারধর করেন। শিবুর গুন্ডাবাহিনীর মারে গ্রামের বেশ কয়েকজন পুরুষ চলাফেরার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন। গ্রামবাসীদের অভিযোগ, শিবু হাজরারে গ্রেফতার করতে হবে। তাকে লুকিয়ে রেখেছে পুলিশ।

আরও পড়ুন: হাসপাতালে না গিয়ে প্রাইভেট প্র্যাকটিস, ২২ চিকিৎসকের বেতন বন্ধ করল কর্তৃপক্ষ

বলে রাখি, বুধবার সন্ধ্যায় সন্দেশখালিতে তৃণমূলের অঞ্চল প্রধান উত্তম সরদারের ওপর হামলা হয়। এর পরই রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। শুক্রবার দিনভর শেখ শাহজাহান, উত্তম সরকার ও শিবু হাজরার গ্রেফতারির দাবিতে সন্দেশখালি থানার সামনে সশস্ত্র বিক্ষোভ দেখান মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ, বুধবার উত্তমকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তাঁরা। এখন পুলিশ বলছে উত্তম কোথায় রয়েছে তা তাদের জানা নেই।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here