Home আপডেট Sandeshkhali Attack: সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩, তবে বেপাত্তা শাহজাহান

Sandeshkhali Attack: সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩, তবে বেপাত্তা শাহজাহান

Sandeshkhali Attack: সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩, তবে বেপাত্তা শাহজাহান

[ad_1]

সন্দেশখালির সরবেড়িয়ায় গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ঘটনার ১১ দিন পরেও গ্রেফতার হননি ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহান।

ন্যাজাট থানা সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনায় সোমবার রাতে ৩ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতরা হলেন এনামুল শেখ, আজিজুল শেখ, হাবিবুর শেখ। মঙ্গলবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

সন্দেশখালির ঘটনায় ইডির দায়ের করা FIR-এর ভিত্তিতে আগেই লঘু ধারায় মামলা দায়েরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সোমবার একই প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টও। বিচারপতি স্পষ্ট জানান, এই ঘটনায় খুনের চেষ্টার ধারা যোগ করা উচিত ছিল। ওদিকে রবিবার গ্রেফতার হওয়া ২ জনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়ে ধৃতদের আইনজীবী দাবি করেন, পুলিশ সিবিআই – NIA তদন্ত এড়ানোর জন্য যাকে পারছে গ্রেফতার করছে। রবিবার যাদের গ্রেফতার করা হয়েছে তারা মিনাখাঁর বাসিন্দা। কী করে তারা অত কম সময়ের মধ্যে মিনাখাঁ থেকে সন্দেশখালি এসে ইডির ওপর হামলা করবে? নিজেদের কারসাজি ফাঁস হয়ে যাবে বলে আদালতে ঘটনার ভিডিয়ো ফুটেজ পেশ করছে না পুলিশ।

এদিন পুলিশের একাধিক আচরণে প্রশ্ন তুলেছে হাইকোর্টও। বিচারপতি প্রশ্ন করেন, শাহজাহান শেখের বাড়িতে না ঢুকেই কী ভাবে স্বতঃপ্রণোদিত হয়ে FIR দায়ের করল পুলিশ? কেন শাহজাহান শেখ এখনও গ্রেফতার হননি সেই প্রশ্নও তোলে আদালত। এই ঘটনায় ED আধিকারিকদের বিরুদ্ধে শাহজাহান শেখের বাড়ির স্বঘোষিত দারোয়ানের দায়ের করা FIRএ ৩১ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

সোমবার রাতের গ্রেফতারি ধরে সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৭। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here