Home আপডেট Seikh Sahjahan: এক মাসে তিন বার, আবার গ্রেফতার শেখ শাহজাহান

Seikh Sahjahan: এক মাসে তিন বার, আবার গ্রেফতার শেখ শাহজাহান

Seikh Sahjahan: এক মাসে তিন বার, আবার গ্রেফতার শেখ শাহজাহান

[ad_1]

আগেই আভাস দিয়েছিলেন ইডির গোয়েন্দারা। টাকা পাচার মামলায় অসহযোগিতার অভিযোগে সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি। শনিবার আদালতে শাহজাহানকে জেলে গিয়ে জেরার অনুমতি চায় ইডি। অনুমতি মেলার পর দুপুরে জেলে পৌঁছন তদন্তকারীরা। বিকেলে জানা যায় জেলের ভিতরেই শাহজাহানকে খাতায় কলমে গ্রেফতার করেছেন তাঁরা। তবে আপাতত শাহজাহানকে হেফাজতে নিচ্ছে না ইডি। আদালতের বাকি প্রক্রিয়া শেষে প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারে তারা।

আরও পড়ুন: বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ CRS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ দুষল পুলিশকে

শনিবার বসিরহাট আদালতে আবেদন করে ইডি জানায়, টাকা পাচারের মামলায় শেখ শাহজাহানকে জেরা করা প্রয়োজন। আপাতত তাকে জেলে গিয়েই জেরা করতে চায় তারা। ইডির আবেদনে সম্মতি দিয়ে আদালত জানায়, যে কোনও দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জেলে গিয়ে শাহজাহানকে জেরা করতে পারবেন তদন্তকারীরা। আদালতের নির্দেশ হাতে পেয়েই শনিবার দুপুরে বসিরহাট জেলে পৌঁছে যান ইডির ৩ আধিকারিক। জেলের ভিতরে শাহজাহানকে জেরার প্রক্রিয়া শুরু করেন তাঁরা। ইডি সূত্রে খবর, শাহজাহানের প্রায় ৩৬ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। এই বিপুল আয়ের উৎস কী তা তার কাছে জানতে চান ইডি আধিকারিকরা। তদন্তকারীরা জানাচ্ছেন, তদন্তে সহযোগিতা করেননি শাহজাহান। এর পর তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন তাঁরা।

গ্রেফতার হলেও আপাতত জেলেই থাকবে শাহজাহান। তাকে এখনই হেফাজতে নেবে না ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, আদালতের প্রক্রিয়া শেষ করে প্রয়োজনে পরে তাকে হেফাজতে নিয়ে পারে ইডি।

আরও পড়ুন: ‘তোমার বিচার হায় হায়’ বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে ব্যানার মেদিনীপুরে

এই নিয়ে গত ১ মাসে তৃতীয়বার গ্রেফতার হল শেখ শাহজাহান। ২৯ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হয় সে। এর পর আদালতের নির্দেশে গ্রেফতার হয় CBIএর হাতে। এবার ইডির হাতে গ্রেফতার হল সন্দেশখালির তৃণমূলি মাফিয়া। গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার পর শনিবার প্রথমবার সংস্থার আধিকারিকদের মুখোমুখি হল সে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here