Home আপডেট Seikh Sahjahan: গ্রেফতারিতে বাধা নেই, আদালত অবস্থান স্পষ্ট করতেই শাহজাহানের বিরুদ্ধে পর পর FIR

Seikh Sahjahan: গ্রেফতারিতে বাধা নেই, আদালত অবস্থান স্পষ্ট করতেই শাহজাহানের বিরুদ্ধে পর পর FIR

Seikh Sahjahan: গ্রেফতারিতে বাধা নেই, আদালত অবস্থান স্পষ্ট করতেই শাহজাহানের বিরুদ্ধে পর পর FIR

[ad_1]

শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ জারি করেনি আদালত। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনমের বেঞ্চ একথা স্পষ্ট করতেই তৃণমূলের এই গুন্ডার বিরুদ্ধে দায়ের হল নতুন মামলা। সন্দেশখালি থানায় স্থানীয় এক বাসিন্দা শাহজাহানের বিরুদ্ধে ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে। পুলিশের তরফে এদিন আদালতে জানানো হয়,গত ৪ বছরে সন্দেসখালি থানায় ৪৩টি অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে ৪২টিতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

আরও পড়ুন: ঘরে ঢুকে পরপর গুলি, খুন তৃণমূলের উপপ্রধান, অভিযোগের তির জমি ব্যবসায়ীর দিকে

সন্দেশখালি থানা সূত্রে জানা গিয়েছে, গৌর দাস নামে এক ব্যক্তি তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি ভাঙচুরের অভিযোগ জমা পড়ে শহজাহানের বিরুদ্ধে। এছাড়া জমি দখলের একাধিক অভিযোগ জমা পড়েছে শাহজাহানের বিরুদ্ধে।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট শাহজাহানের গ্রেফতারির ওপর কোনও স্থগিতাদেশ জারি করেছে কি না তা জানতে চান আইনজীবীরা। আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, শেখ শহজাহানের গ্রেফতারির ওপর কোনও স্থগিতাদেশ নেই। শুধুমাত্র SITর তদন্তপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। অন্য যে কোনও মামলায় শেখ শাহজাহানকে যে কোনও সময় গ্রেফতার করতে পারে পুলিশ। ED-র মামলায় এদিন শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পলাতক শাহজাহানকে সেকথা জানাতে ২টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওদিকে গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার পর ৫৩ দিন ধরে খোঁজ নেই শেখ শাহজাহানের।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here