Home আপডেট Seikh Sahjahan: রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলল শাহজাহান

Seikh Sahjahan: রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলল শাহজাহান

Seikh Sahjahan: রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলল শাহজাহান

[ad_1]

ঝগসে নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। কোটি কোটি টাকা পাচারের অভিযোগ খারিজ করে বুধবার সকালে মুখ খুলল সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহান। এদিন স্বাস্থ্যপরীক্ষার করে জোকা ESI হাসপাতালে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলে সে।

এদিন শাহজাহান বলে, ‘সবটাই ষড়যন্ত্র। সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র’। এর পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘কে ষড়যন্ত্র করছেন?’ জবাবে শাহজাহান বলে, ‘বুঝতে পারছেন তো সব।’

আরও পড়ুন: লিলুয়ায় রবার কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছিলেন শ্রমিকরা, ভয়াবহ পরিস্থিতি

মঙ্গলবারই শাহজাহানকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে ED. তাদের দাবি, গত ১১ বছরে শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ১৩৭ কোটি টাকা জমা পড়েছে। সেই টাকা এসেছে শেখ সাবিনা ফিসারিজ নামে একটি মাছ চাষের সিন্ডিকেট থেকে। অভিযোগ, মাছ রফতানির আড়ালে বিপুল এই টাকা বিদেশে পাচার করেছে শেখ শাহজাহান। শাহজাহানের কালো টাকার কারবার নিয়ে ইডির সামনে বিস্ফোরক বয়ান দিয়েছে তার ভেড়ি কারবারের ম্যানেজার মহিদুল মোল্লা। ইডিকে তিনি জানিয়েছেন, পুরো কারবারটাই হত শাহজাহানের নির্দেশে। শাহজাহানের নির্দেশে কাজ করত ১০ – ১২ জন ভেড়ি ব্যবসায়ী। কোথায় কোন ভেড়ি দখল করা হবে। কী ভাবে দখল করতে হবে সব তাদের জানাত শাহজাহান। ভেড়ির মাছ বিক্রির টাকার লভ্যাংশ তাদের মাধ্যমেই আসত শাহজাহানের কাছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীদের জেরা করে শাহজাহানের সম্পত্তির উৎস জানতে চায় ED.

আরও পড়ুন: ‘রাজা কৃষ্ণচন্দ্র ও রাজমাতাকে অপমান করেছেন মমতা’, কমিশনে নালিশ জানাবে বিজেপি

শাহজাহানের ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদার বলে, ‘শাহজাহানের সম্পত্তির উৎস কী সবাই জানে। এত ইটভাটা, এত ভেড়ি সব ওর বাবার টাকায় না কি? ও এখন বুঝতে পেরেছে ইডি – সিবিআইয়ের হাত থেকে বাঁচা অসম্ভব। তাই ষড়যন্ত্রের গল্প ফাঁদছে। ঠিক মতো জিজ্ঞাসাবাদ করলে ওর টাকা কোথায় যেত তা খুব তাড়াতাড়ি খুঁজে বার করে ফেলবেন’।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here