Home আপডেট Seikh Sahjahan Arrested: শাহজাহান পুলিশের হেফাজতে থাকলে নষ্ট হতে পারে তথ্য – প্রমাণ, হাইকোর্টে আবেদন ED-র

Seikh Sahjahan Arrested: শাহজাহান পুলিশের হেফাজতে থাকলে নষ্ট হতে পারে তথ্য – প্রমাণ, হাইকোর্টে আবেদন ED-র

Seikh Sahjahan Arrested: শাহজাহান পুলিশের হেফাজতে থাকলে নষ্ট হতে পারে তথ্য – প্রমাণ, হাইকোর্টে আবেদন ED-র

[ad_1]

শেখ শাহজাহানের গ্রেফতারির পর বিলম্বের জন্য ইডির ঘাড়ে দায় ঠেলেছিলেন রাজ্য পুলিশের কর্তা। পালটা রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল ইডি। আদালতে আশঙ্কা প্রকাশ করে ইডির তরফে জানানো হয়েছে, রাজ্য পুলিশের হেফাজতে শেখ শাহজাহান থাকলে তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা করছে তারা।

আরও পড়ুন: ‘আমার কথা সত্যি হল তো’, শাহজাহান গ্রেফতারের পর বললেন সিপিএম নেতা নিরাপদ সর্দার

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে একটি আবেদন করে ইডি। তাতে তারা দাবি জানায়, সিট গঠনের যে মামলায় আদালত স্থগিতাদেশ দিয়েছে তার দ্রুত শুনানি চায় তারা। ইডির তরফে জানানো হয়, রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে বটে, কিন্তু তাদের আশঙ্কা, রাজ্য পুলিশের হেফাজতে শেখ শাহজাহান থাকলে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। সেক্ষেত্রে পরবর্তী তদন্তে বাধার মুখে পড়তে হতে পারে। ইডির দায়ের করা ওই মামলার পরবর্তী শুনানির দিন ৬ মার্চ ধার্য করেছিল আদালত। এদিন অবশ্যে সেই মামলার দিন এগনোর কোনও ইঙ্গিত দেননি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: ‘BJP এবং সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জন্য…’ শাহজাহানের গ্রেফতারি নিয়ে সুকান্ত

রেশন দুর্নীতির অভিযোগে তদন্তে গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। শাহজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা করতেই তাদের ওপর হামলা করে কয়েক হাজার দুষ্কৃতী। আক্রান্ত হন ইডির আধিকারিকরা। সেই ঘটনার পর প্রশ্ন উঠছে, কবে রেশন দুর্নীতিতে শাহজাহানকে হেফাজতে নেবে ইডি? ইডির আশঙ্কা সত্যি হলে কোনও দিনও তাকে তারা হেফাজতে পাবে তো? না কি নিজের প্রভাব ব্যবহার করে কয়েক দিনের মধ্য়ে মুক্ত হয়ে যাবেন তিনি?

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here