Home লাইফস্টাইল শহীদ জওয়ানদের অভিনব উপায়ে শ্রদ্ধাজ্ঞাপন সেনকো গোল্ডের

শহীদ জওয়ানদের অভিনব উপায়ে শ্রদ্ধাজ্ঞাপন সেনকো গোল্ডের

শহীদ জওয়ানদের অভিনব উপায়ে শ্রদ্ধাজ্ঞাপন সেনকো গোল্ডের

পুলওয়ামা জঙ্গি হামালার প‍রে ‘কেন্দ্রীয় সংরক্ষিত বাহিনী’ অর্থাৎ সিআরপিএফের ৪১ জন শহীদ জওয়ানের মৃত‍্যু হয়ার পরে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করতে বিভিন্ন সংস্থার হাতে মোট ২ লাখ ৭০ হাজার টাকা তুলে দিল পূর্ব ভারতের বৃহত্তম স্বর্ণ ও হীরক বিক্রেতা সংস্থা ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’।ব্যাঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’-এর কার্যনির্বাহী নির্দেশক শুভঙ্কর সেন ব্যাঙ্গালুরুর ‘সেন্ট যোশেফ’স কলেজকে দুপুরবেলায় পুষ্টিকর খাবার প্রদানের জন্য ৫০০০১ টাকা, শহীদ পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা তথা শহীদ পত্নীদের সাবলম্বী করার উদ্দেশ্যে ‘বসন্থারত্ন ফাউণ্ডেশন’কে ১ লাখ টাকা, ভারতীয় সেনাদের অনলাইন স্মৃতি রক্ষার জন্য ‘অনার পয়েন্ট’কে ৫০০০১ টাকা ও অনাথদের শিক্ষার জন্য ‘শ্রী সাঁই ক্রুপা চ্যারিটিবেল ট্রাস্ট’ কে ৭০০০১ টাকা প্রদান করল তারা।

শুভঙ্কর সেন জানান, “দেশের শিশু, মহিলা ও যুবসমাজকে এক সূত্রে গাঁথার মহান উদ্দেশ্য কে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা চাই দেশের প্রত্যেক নাগরিক মনে প্রাণে ভারতীয় হয়ে উঠুক।”