Home আপডেট Shaokat on Arabul: কলকাঠি নেড়েছেন তিনি, আদালতের আরাবুলের আইনজীবীর সওয়াল বিশ্বাস হচ্ছে না শওকতের

Shaokat on Arabul: কলকাঠি নেড়েছেন তিনি, আদালতের আরাবুলের আইনজীবীর সওয়াল বিশ্বাস হচ্ছে না শওকতের

Shaokat on Arabul: কলকাঠি নেড়েছেন তিনি, আদালতের আরাবুলের আইনজীবীর সওয়াল বিশ্বাস হচ্ছে না শওকতের

[ad_1]

তাঁকে ফাঁসিয়েছেন শওকত মোল্লা, জেলবন্দি আরাবুলের আইনজীবীর আদালতে এই সওয়াল বিশ্বাস করতে পারছেন না ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা নিজে। সোমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে তিনি বলেন, আরাবুল নিজে আমার সামনে দাঁড়িয়ে একথা না বললে বিশ্বাস করব না।

সামনে এসে বলুক আরাবুল

গ্রেফতারির পর কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার মামলা করেন আরাবুল। সেই মামলার শুনানিতে সোমবার তাঁর আইনজীবী আদালতে বলেন, শওকত মোল্লার নির্দেশেই একের পর এক মামলা করে আরাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। আরাবুলের আইনজীবীর এই মন্তব্য বিশ্বাস করতে পারছেন না শওকত। তিনি বলেন, ‘আইনজীবীরা আদালতে অনেক কথাই বলেন। আরাবুল নিজে যেদিন আমার সামনে দাঁড়িয়ে একথা বলবে সেদিন জবাব দেব।’

খুনের অভিযোগে গ্রেফতার আরাবুল

গত ৮ ফেব্রুয়ারি নিজের বাড়ি থেকে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে এক ISF কর্মীকে খুনের অভিযোগ রয়েছে। গ্রেফতারির পর আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির মামলা করে পুলিশ।

অভিযোগ অস্বীকার শওকতের

এদিন শওকত বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে আমরা সবাই একজোট হয়ে লড়াই করেছি। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ওকে সামনে রেখেই লড়াই করেছে দল। পঞ্চায়েত সমিতি দখলের পর ওকেই সভাপতি করা হয়েছে। ওকে বিপদে ফেলার ইচ্ছা থাকলে তো তখনই বাধা দিতাম। আমার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব।’

শওকত দাবি করেন, আরাবুলের ছেলে তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল জানিয়েছেন, আইনজীবী আদালতে জানিয়েছেন, নেতাদের নির্দেশে অতিসক্রিয় হয়েছে পুলিশ। তবে কোনও নেতার নাম করেননি তিনি।

সোমবার মামলার শুনানিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here