Home আপডেট Shibram Chakraborty: শিবরাম চক্রবর্তীর নামে রাস্তার নামকরণ, প্রস্তাব পাশ কলকাতা পুরসভায়

Shibram Chakraborty: শিবরাম চক্রবর্তীর নামে রাস্তার নামকরণ, প্রস্তাব পাশ কলকাতা পুরসভায়

Shibram Chakraborty: শিবরাম চক্রবর্তীর নামে রাস্তার নামকরণ, প্রস্তাব পাশ কলকাতা পুরসভায়

[ad_1]

১০৪ মুক্তারাম বাবু স্টিটের মেস বাড়িতে থাকতেন সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। নিজের লেখাতে সেই মেসবাড়ি সম্বন্ধে লিখেছেন শিবরাম। তাঁর কথায় মুক্তারাম থেকে তক্তারামে শুয়ে, শুক্তারাম খেয়ে তিনি শিবরাম হয়েছেন। লেখককে শ্রদ্ধা জানাতে সেই মুক্তারাম বাবু স্ট্রিটের নাম বদল করছে কলকাতা পুররসভা। নাম দেওয়া হচ্ছে লেখকের নামে, শিবরাম চক্রবর্তী স্ট্রিট।

এ বছরই ১২১ বছর পূর্তি হয়েছে শিবরাম চক্রবর্তীর। ১৯০৩ সালে ১৩ ডিসেম্বর জন্মেছিলেন তিনি। জীবনের বেশির ভাগ সময় ছিলেন তিনি কলকাতায়। তার লেখালিখির অধিকাংশ এই মুক্তারাম বাবু স্ট্রিটের মেস বাড়িতে বসে করছেন শিবরাম। তাই লেখককে শ্রদ্ধা জানাতে রাস্তার রাস্তার নাম বদল করছে কলকাতা পুরসভা। একই সঙ্গে রাজ্য শিশু কিশোর অ্যাকাডেমির নাম সাহিত্যিকের নামে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছে পুরসভা।

(পড়ুন কোলাঘাটে বন্দে ভারতের সঙ্গে ‘রেস’ লোকাল ট্রেনের, টপকালও ১ বার- ড্রোন ভিডিয়ো) 

(পড়ুন। আদালতের নির্দেশ মেনে আগামী ৬ মাসের মধ্যে শহরে বসে যাচ্ছে আড়াই হাজার বাস) 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলকাতা পুরসভার কাছে এই রাস্তার নাম বদলের প্রস্তাব দেন। শিক্ষামন্ত্রীর প্রস্তাবে উদ্যোগী হন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তারপরেই সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় এই প্রস্তাব। জানা গিয়েছে, শিবরামের মেস বাড়িটিকে সংগ্রহশালা বানানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here