Home খেলাধুলো Shooting World Championship: বন্দুক হাতে একের পর এক সাফল্য, এবার মেহুলির লক্ষ্য এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ

Shooting World Championship: বন্দুক হাতে একের পর এক সাফল্য, এবার মেহুলির লক্ষ্য এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ

Shooting World Championship: বন্দুক হাতে একের পর এক সাফল্য, এবার মেহুলির লক্ষ্য এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ

[ad_1]

হুগলি: বন্দুক হতে নিয়ে পেয়েছে একের পর এক সাফল্য। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে দরবারে আরও একবার নিজের যোগ্যতা প্রমাণ দিতে প্রস্তুত বঙ্গ তনয়া। শুধু বিশ্ব চ্যাম্পিয়নশিপ নয় এশিয়ান গেমসে ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ।

আগস্ট মাসে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শ্যুটিং। সেই প্রতিযোগিতায় ৫০ মিটার, এয়ার পিস্তল ও মিক্সড বিভাগে অংশ নেবে মেহুলি। এছাড়াও সেপ্টেম্বরে চিনে এশিয়ান গেমসে প্রতিযোগী হিসেবেও থাকছেন তিনি৷  এশিয়ান গেমসে একক বিভাগ ও মিক্সড বিভাগে বন্দুক হতে দেশের হয়ে লড়াই করতে নামবে মেহলি। মেহুলির প্রস্তুতি চলছে এখন জোর কদমে। শেষ দু’বছরে মাত্র একবার বাড়ি ফিরেছে মা বাবার সঙ্গে দেখা করতে। বাকি সময়টা তার কাটছে হায়দরাবাদের ট্রেনিং স্কুলে।

আরও পড়ুন –  Road Accident: পুরনো টায়ার ‘এখানে-এভাবে’ হয়ে ওঠে নতুন, সস্তার রিসোল টায়ার ব্যবহার মারাত্মক

এর আগে শুটিং বিশ্বকাপে দেশের হয়ে সোনা জয় করেছিল মেহুলি ঘোষ। এয়ার রাইফেল মিক্স ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১০.৯ স্কোর করে মেহুলি। ফাইনালে হাঙ্গেরিকে পরাজিত করে সোনা জয় করে আনে মেহুলি।

এ বিষয়ে মেহুলির মা মিতালী ঘোষ বলেন, গতবারের এশিয়ান গেমসের টিমে ছিল মেহুলি। তবে করোনার কারণে তা পিছিয়ে হয়ে যাওয়ায় একটু দুশ্চিন্তা ছিল তাদের মধ্যে আগামী দিনের টিমে চান্স পাবে কিনা। তবে মেহুলির প্র্যাকটিস ও তার শুটিং এর প্রতি ভালবাসায় তাকে এগিয়ে নিয়ে চলেছে। তিনি আরো জানান, মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয়। বর্তমানে সে এখন রয়েছে হায়দ্রাবাদে। দু বছরের মধ্যে মাত্র একবারই ছুটি নিয়ে এসে বাড়িতে এসেছিল। তবে মেয়ের সাফল্যের জন্য বেজায় খুশি তারা।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের জন্য নির্বাচিত হল মেহুলি ঘোষ। বর্তমানে অলিম্পিকে ফ্রন্সে যাওয়ার জন্য দিল্লিতে ভারতের সাই সংস্থা অভ্যাস করছে। আগস্ট মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাকু ২০২৩ সালে একক বিভাগে এয়ার রাইফেল,৫০ মিটার ও এয়ার পিস্তল ও মিক্সড বিভাগে অংশ নেবে। এছাড়াও সেপ্টেম্বরে চিনে এশিয়ান গেমস ২০২৩ সালে মহিলা একক বিভাগ ও মিক্সড বিভাগে অংশ নেবে। মেহলির বাবা নিমাই ঘোষ জানান অলিম্পিকের কোটা ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন শিপের ম্যাচ।অলিম্পিকের ক্যাম্পের জন্য এমাসের প্রথম সপ্তাহে দিল্লি থেকে ফ্রান্সে যাচ্ছে মেহুলি।
Rahi Halder

আপনার শহর থেকে (হুগলি)

Tags: Hooghly, Shooting

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here