Home আপডেট Shootout in Goria: ভর দুপুরে গড়িয়ায় গুলি, ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে তাণ্ডব দুষ্কৃতীদের, গ্রেফতার ১

Shootout in Goria: ভর দুপুরে গড়িয়ায় গুলি, ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে তাণ্ডব দুষ্কৃতীদের, গ্রেফতার ১

Shootout in Goria: ভর দুপুরে গড়িয়ায় গুলি, ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে তাণ্ডব দুষ্কৃতীদের, গ্রেফতার ১

[ad_1]

ব্যাগ ছিনতাই করতে না পেরে গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ভরদুপুরে গড়িয়ায় এই ঘটনায় পথচারীদের এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহামায়াতলা এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করতে বাইকে করে আসে দুষ্কৃতীরা। তারা ব্যাগ নিতে না পেরে গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় তিন রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তে নেমে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাকি তিন দুষ্কৃতীর খোঁজ করছে পুলিশ।

তিন রাউন্ড গুলি

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার দুপুর তিনটে নাগাদ মহামায়াতলা দিয়ে এক মহিলা ব্যাঙ্কে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ চার দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর পথ আটকে দাঁড়ায়। মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে তারা। কিন্তু মহিলা ব্যাগটিকে আকড়ে ধরে রেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকের জড় হয়ে যায়। বিপদ বুঝে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। তিন রাউন্ড গুলি চালিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

আক্রান্ত মহিলার নাম শ্যামলী চক্রবর্তী। রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী সংবাদমাধ্যমকে জানান, তাঁর ব্যাগের মধ্যে নগদ ৭০০ টাকা এবং দরকারি কিছু কাগজপত্র ছিল।

আরও পড়ুন। ঘুমন্ত পড়ুুয়াকে রেখে বাসে তালা দিল চালক, একরত্তির কান্না শুনে উদ্ধার করল পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই তারা এক দুষ্কৃতীকে আটক করে। বাকি তিনজনের খোঁজ চলছে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে। গ্রেফতার হওয়া দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করেন বাকিদের হদিশ পেতে চাইছে পুলিশ।

আরও পড়ুন। রাতে বাড়তি পানীয় জল সরবরাহ করছে নিউ ব্যারাকপুর পুরসভা, গরমে খুশি আমজনতা

আর পড়ুন। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়ে অসুস্থ বাঁশবেড়িয়ার পুরপ্রধান, গরমেই অস্বস্তি

আতঙ্কে এলাকাবাসী

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছিনতাই করার উদ্দেশেই এই কাজ করেছে দুষ্কৃতীরা। তবে প্রকাশ্য রাস্তায় ভরদুপুরে এই ভাবে গুলি চলায় আতঙ্কিত এলাকাবাসী। তাদের বক্তব্য, এই ভাবে যদি প্রকাশ্য রাস্তায় গুলি চলে তাহলে তো বিষয়টি খুবই আতঙ্কের। পুলিশের তরফে এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন। ‘মজা’ নিতেও ভিড় বাড়ছে গঙ্গার নীচে মেট্রোতে, কাতারে কাতারে যাত্রী, যেন জয়রাইড! নাজেহাল অফিসযাত্রীরা

আরও পড়ুন। ময়নায় BJP কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here