Home খেলাধুলো সমালোচকদের মুখে কুলুপ, ডাবল সেঞ্চুরি করে গম্ভীরের ১৭ বছরের রেকর্ড ভাঙলেন শুভমান

সমালোচকদের মুখে কুলুপ, ডাবল সেঞ্চুরি করে গম্ভীরের ১৭ বছরের রেকর্ড ভাঙলেন শুভমান

সমালোচকদের মুখে কুলুপ, ডাবল সেঞ্চুরি করে গম্ভীরের ১৭ বছরের রেকর্ড ভাঙলেন শুভমান

জাতীয় দলের জার্সিতে জায়গা হয়নি। তাই এ দলের হয়ে এবার ব্যাটে ঝড় তুললেন শুভমান গিল। দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি করে গেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। এর ফলে এ দলের জার্সিতে অনন্য নজির কেকেআরের তারকার। ৮১.৬০ স্ট্রাইক রেটে মাত্র ২৫০ বলে এদিন গিলের করে যান অপরাজিত ২০৪ রান। গৌতম গম্ভীরকে টপকে তিনিই আপাতত প্রথম শ্রেণির ক্রিকেটে কনিষ্ঠ দ্বিশতরানকারী ব্যাটসম্যান। এর আগে এই নজির ছিল গৌতম গম্ভীরের। বোর্ড প্রেসিডেন্ট একাদশের জার্সিতে জিম্বাবোয়ে এ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন গম্ভীর। শুভমান এই রেকর্ড গড়লেন ১৯ বছর ৩৩৪ দিনে।

গিলের অপরাজিত ২০৪ রানে ভর করে তৃতীয় বেসরকারি টেস্টে জয়ের জন্য ভারত ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ৩৭৩ রানের টার্গেট রাখল। গিলের পাশাপাশি ব্যাট হাতে সফল হনুমা বিহারীও। দশটা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারির সাহায্যে ২১৯ বলে ১১৮ রান করে যান তিনি। দ্বিতীয় ইনিংসে প্রথম দিকে ধস নেমেছিল ভারতীয় ব্যাটিং অর্ডারে। তারপরে অধিনায়ক গিল এবং বিহারীর ব্যাটে পঞ্চম উইকেটে ভারচ ৩১৫ রান যোগ করে।