Home আপডেট Singur: সিঙ্গুরে সোনার শিল্প তালুক হল না আজও, টাটাও হয়নি, সর্ষে চাষও হয়নি

Singur: সিঙ্গুরে সোনার শিল্প তালুক হল না আজও, টাটাও হয়নি, সর্ষে চাষও হয়নি

Singur: সিঙ্গুরে সোনার শিল্প তালুক হল না আজও, টাটাও হয়নি, সর্ষে চাষও হয়নি

[ad_1]

সিঙ্গুর থেকে শুধু যে টাটার মতো বিরাট উদ্যোগপতিদের একটা সময় তাড়িয়ে দেওয়া হয়েছিল সেটাই নয়। সিঙ্গুরে স্বর্ণশিল্পের তালুক হবে বলে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেটা যে বাস্তবে কবে হবে তা নিয়ে সংশয়ে স্থানীয়রা। নসিবপুর পঞ্চায়েতের দেশপাড়ার কাছে তারকেশ্বর-বৈদ্যবাটি রোডের পাশে প্রায় ১ বিঘা সরকারি খাস জমিতে সোনার ক্লাস্টার তৈরি হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ওখানে সোনার ক্লাস্টার হলে নিকাশি নালার ক্ষেত্রে সমস্য়া হবে বলে স্থানীয়দের একাংশ আপত্তি তুলেছিলেন। এরপর এনিয়ে নানা টালবাহানা চলেছে। কিন্তু বাস্তবে সেই সোনার শিল্প তালুকের মুখ দেখতে পাননি স্থানীয়রা।

তবে শেষ পর্যন্ত এই স্বর্ণ শিল্প তালুক কবে হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন স্থানীয়রা। তবে আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, প্রশাসন জানিয়েছে, স্থানীয়স্তরে যে সমস্য়া হয়েছিল তা মিটে গিয়েছে। সমস্ত কাজকর্ম করতে গিয়ে কিছুটা বাড়তি সময় লেগে গিয়েছে। তবে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে প্রশাসন। কিন্তু বাস্তবে কবে সুখের দিন আসবে তা নিয়ে হাপিত্যেশ করে বসে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আসলে সিঙ্গুর, নসিবপুর এলাকায় কান পাতলে এখনও শোনা যায় টাটা বিদায়কে ঘিরে হা হুতাশ। অধিগৃহীত জমির একটা বড় অংশে এখনও চাষ আবাদ শুরু করা যায়নি। পরিত্যক্ত অবস্থায় কার্যত পড়ে রয়েছে সেই জমি। এই সিঙ্গুরকে ঘিরে বার বার উত্তপ্ত হয়েছে বাংলার রাজনৈতিক জমি। কিন্তু শিল্প থেকে আজও যোজন দূরে সিঙ্গুর।

কথা ছিল সিঙ্গুরে কারখানা তৈরি করবে টাটারা। কিন্তু বহুফসলী জমিতে শিল্প গড়া হচ্ছে এই অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। কার্যত সেই আন্দোলনের চাপে পড়ে চলে যান টাটারা।

এদিকে কথা ছিল নসিবপুরে গড়ে উঠবে স্বর্ণ শিল্প তালুক। কারণ এই এলাকা থেকে বহু যুবক সোনার কাজ করতে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছেন। অতিমারির সময় ফিরে এসেছিলেন তাঁরা। ভেবেছিলেন এখানে কিছু হলে আর ভিনরাজ্যে তাঁরা যাবেন না। কিন্তু কতদিন আর অপেক্ষা করা সম্ভব? অগত্যা তারা ফিরে যান ভিনরাজ্যে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here