Home আপডেট Sisir Adhikari: ‘শুভেন্দু মারলে বাঁচতেন না’ আঘাত নিয়ে মমতাকে তোপ শিশিরের, সমালোচনায় তৃণমূল

Sisir Adhikari: ‘শুভেন্দু মারলে বাঁচতেন না’ আঘাত নিয়ে মমতাকে তোপ শিশিরের, সমালোচনায় তৃণমূল

Sisir Adhikari: ‘শুভেন্দু মারলে বাঁচতেন না’ আঘাত নিয়ে মমতাকে তোপ শিশিরের, সমালোচনায় তৃণমূল

[ad_1]

বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিরোধীরা নানা রকম মন্তব্য করতে শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিদায়ী সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তিনি বলেছেন, ‘শুভেন্দু মারলে মমতা বাঁচতেন না।’ পালটা এ নিয়ে শিশির অধিকারীকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল।

আরও পড়ুন: আগের থেকে ভালো আছেন মমতা, কমেছে ব্যথা, ৪টি সেলাই কাটা হতে পারে সোমবারই

লোকসভা ভোটে এবার কাঁথি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারী। তাঁর হয়ে ভোটের প্রচারে গিয়ে মমতাকে আক্রমণ করে শিশির অধিকারী বলেন, ভোট এলেই উনি আহত হন। বিরুলিয়াতে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। তাঁর কথায়, শুভেন্দু মারলে মমতা বাঁচতেন না। 

উল্লেখ্য, গত বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের বিরুলিয়ায় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল শাসক দল। আর এবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন মমতা। তারপরেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে জাতীয় স্তরের নেতারা তাঁর আরোগ্য কামনায় বার্তা পাঠিয়েছিলেন। তবে শিশির অধিকারীর মন্তব্যের জেরে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে কাঁথি তৃণমূল নেতাদের বক্তব্য, একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রবীণ সাংসদের মুখে এ ধরনের কথাবার্তা মানায় না। এটা নির্লজ্জ রাজনীতির উদাহরণ।

প্রসঙ্গত, এর আগে খেজুরিতে বিজেপির এক সভায় অশ্লীল অঙ্গভঙ্গি করে শুভেন্দু মমতার জখম নিয়ে আক্রমণ করেছেন । তিনি বলেছেন, ‘মাথা ঘুরিয়ে ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া শুরু হয়েছে উপর থেকে। নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে।’ তারপরেই শুভেন্দুর সমালোচনায় সরব হয়েছিল তৃণমূল। 

অন্যদিকে, তমলুক থেকে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা না হলেও কর্মিসভায় যোগ দেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি আরও একবার জেলায় এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ভোট এবং সংগঠন নিয়ে আলোচনা করেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here