Home খেলাধুলো বিরাটদের জাতীয় নির্বাচক হয়ার দৌড়ে এগিয়ে শিবারামাকৃষনান

বিরাটদের জাতীয় নির্বাচক হয়ার দৌড়ে এগিয়ে শিবারামাকৃষনান

বিরাটদের জাতীয় নির্বাচক হয়ার দৌড়ে এগিয়ে শিবারামাকৃষনান

 

বোর্ডের সামনে এখন সব থেকে বড় কাজ নির্বাচক কমিটি বেছে নেওয়া। দুই নির্বাচকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের কাজ চালিয়ে যেতে হচ্ছে। এখনও পর্যন্ত দুই নির্বাচকের বদলি পাওয়া যায়নি। দেবাং গান্ধী, শরণদীপ সিং, যতীন পরাঞ্জপের আরও একবছর মেয়াদ আছে। সরতে হবে নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদ ও গগন খোডাকে। সেই জায়গায় স্থলাভিষিক্ত হয়ার জন্য আবেদন করেছেন অনেকে।

আপাতত সাউথ ও সেন্ট্রাল জোন ছাড়া অন্য কোথাও নির্বাচক বদল হবে না। নয়ন মোঙ্গিয়া,অজিত আগরকর, চেতন চৌহান-সহ আরও অনেকের নাম উঠে এসেছে। তবে এঁরা কেউই সাউথ বা সেন্ট্রাল জোনের নন। আর একই জোন থেকে দু’জনকে নির্বাচকের চেয়ারে বসাবে না বোর্ড। সেন্ট্রাল ও সাউথ জোন থেকে নতুন নির্বাচক বেছে নেওয়া হবে। এই দুই জোনের নির্বাচক হিসেবে নাম আসছে ভেঙ্কটেশ প্রসাদ ও লক্ষণ শিবারমকৃষ্ণণের । ভেঙ্কটেশ প্রসাদের নাম অনেক আগেই শোনা যাচ্ছিল। তিনি এলে দেড় বছরের বেশি নির্বাচকের চেয়ারে থাকতে পারবেন না।শিবরামকৃষ্ণণকে চাইছেন প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। গগনের চেয়ারে আসতে পারেন রাজেশ চৌহান। আপাতত এটাই ঠিক করেছেন বোর্ড কর্তারা।