Home খেলাধুলো টেস্টে ব্যর্থতার পরে ডিককের ব্যাটে ভর করে ওয়ানডে বড় জয় পেল প্রোটিয়ারা

টেস্টে ব্যর্থতার পরে ডিককের ব্যাটে ভর করে ওয়ানডে বড় জয় পেল প্রোটিয়ারা

টেস্টে ব্যর্থতার পরে ডিককের ব্যাটে ভর করে ওয়ানডে বড় জয় পেল প্রোটিয়ারা

 

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল প্রোটিয়ারা। অধিনায়ক ও উইকেটরক্ষক কুইন্টন ডি ককের অনবদ্য সেঞ্চুরিতে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে বিশাল জয় পেল প্রোটিয়ারা।

কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৮৪ রানে দলের টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড।এরপর জোন ডেনলি ১০৩ বলে ৮৩ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। শেষে ৪২ বলে ৪০ রান করেন ক্রিস ওকস। ফলে ৫০ ওভারে ২৫৮ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন শামসি।

২৫৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ২৫ রানে ওপেনার রিজা হ্যান্ডরিক্স (৬) আউট হন। এরপর ১৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছেদেন আরেক ওপেনার ডি কক ও টেম্বা বাভুমা। এরপর দলীয় ১৯৮ রানে জো রুটের বলে আউট হন ডি কক। ১১৩ বলে ১০৭ রান করে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করেন তিনি।

প্রসঙ্গত ডি কক ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় যিনি ‍অধিনায়ক-ওপেনার-উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি পেলেন। আগে এই নজির স্পর্শ করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পার্থে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এদিন বাভুমা ক্রিস জর্ডানের বলে এলবিডব্লিউ’র শিকার হয়ে ৯৮ রানে আউট হন‌। এরপর রসি ফন ডার ডাসেনের ৩৮ ও জেজে স্মাটসের ৭ রানের সুবাদে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।