Home খেলাধুলো special success in karate competition, debalina ghosh wins gold medal

special success in karate competition, debalina ghosh wins gold medal

special success in karate competition, debalina ghosh wins gold medal

[ad_1]

মুর্শিদাবাদ: মহারাষ্ট্রের থানেতে অনুষ্ঠিত জে কে এ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথমস্হান অধিকার করল রঘুনাথগঞ্জের কন্যা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের কন্যা দেবলীনা ঘোষ প্রথম  স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছে।

গত ৩০ জুলাই মহারাষ্ট্রের থানেতে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জেলা তথা সারা রাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আশা প্রতিযোগীরা অংশগ্রহণ করে। সেখানে ১৫-১৬ বছরের মহিলা কাটা বিভাগে প্রথমস্হান দখল করে রঘুনাথগঞ্জের দেবলিনা ঘোষ। তবে এই সাফল্যে উচ্ছ্বসিত দেবলিনা ও প্রতিবেশীরা।রঘুনাথগঞ্জের জোতকমল স্কুলের মাঠে দৈনিক ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে থাকেন দেবলীনা। দেবলীনা ছাড়াও সৌমিত্র ঘোষ ১৬-১৯ বছরের পুরুষ কুমিতা বিভাগে দ্বিতীয় স্থান দখল করে। এছাড়াও অরিত সরকার কাতা বিভাগে ১৬-১৮ পুরুষ বিভাগে দ্বিতীয় স্থান দখল করে ও রাজ দাস জুনিয়র বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে। ছাত্র ও ছাত্রীদের এই সাফল্য খুশি প্রশিক্ষকও।

আরও পড়ুন –  Howrah News: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করল প্রত্যুষা! তার সাফল্যে উচ্ছ্বাস জেলা জুড়ে

বর্তমানে ছাত্র ও ছাত্রীদের তাদের মানষিক বিকাশ ও দৈহিক বিকাশ ঘটানোর জন্য এই প্রশিক্ষণ নিয়ে থাকে। ফলে শতাধিক ছাত্র ও ছাত্রীরা অংশ গ্রহণ করেছিলেন এই ক্যারাটে প্রতিযোগিতায়। ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করেছেন ছাত্র ও ছাত্রীরা।

আরও পড়ুন –  Weather Alert: রেকর্ড বৃষ্টিপাতে ভাসছে দক্ষিণবঙ্গের এই জেলা, ফের সাইক্লোনিক সার্কুলেশন, বাড়ছে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা

ক্যারাটের এই দেশে বিকাশ ঘটেনি, তবে ক্যারাটেতে এগিয়ে গেছে চিন বা কোরিয়া অনেক এগিয়ে গেছে৷ তাই বর্তমানে ছাত্র ও ছাত্রীদের নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ অনেকেই সময় উপযোগী বলে মনে করছেন শিক্ষকরা।

Kaushik Adhikary

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ

Tags: Berhampore, Karate, Local18, Murshidabad

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here