Home আপডেট দু’দিনের সফরে শুক্রবার রাতেই রাজ্যে শাহ……

দু’দিনের সফরে শুক্রবার রাতেই রাজ্যে শাহ……

দু’দিনের সফরে শুক্রবার রাতেই রাজ্যে শাহ……

শুক্রবার রাতেই রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ৩০ ও ৩১ জানুয়ারি রাজ্যে থাকবেন তিনি। এদিন রাত ১১টা নাগাদ কলকাতায় পৌঁছানোর কথা শাহ’র। বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন হোটেলে। এরপর শনিবার সকালে CRPF -এর আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকের পর তিনি হেলিকপ্টারের রওনা দেবেন মায়ারপুরের উদ্দেশ্যে। বেলা ১১টা নাগাদ মায়াপুরে ইসকন মন্দিরে পৌঁছানোর কথা প্রাক্তন বিজেপি সভাপতির। সেখানেই সারবেন মধ্যাহ্নভোজ। এরপর সেখানে থেকে সরাসরি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে পৌঁছবেন শাহ। সেখানে সভা রয়েছে তাঁর। রবিবার হাওড়ায় যাবেন অমিত শাহ। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে সভাও। এরপর বেলুড়ের লালাবাবু সায়র রোডে অবসরপ্রাপ্ত জুটমিল শ্রমিক অমর মুখোপাধ্যায়ের বাড়িতে দুপুরের খাবার খাবেন অমিত শাহ। বিগত কয়েকটি বঙ্গ সফরের মধ্যে এবারেই প্রথম ব্রাহ্মণ পরিবারে অন্নগ্রহণ করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর এবারের সফর ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা জল্পনা। কারণ অতীতে দেখা গিয়েছে শাহর সফরকালেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে আবার শুক্রবারই তৃণমূল ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে শুভেন্দুর মতো তিনিও শাহর হাত ধরেই পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন, তৈরি হয়েছে এমনই জল্পনা। অন্যদিকে আবার ইতিমধ্যেই বেসুরো গেয়েছেন আরও কয়েকজন তৃণমূল নেতা। সেক্ষেত্রে তাঁরাও কী করেন, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে দলিত বা আদিবাসী পরিবারের পরিবর্তে এবার শাহ এবার ব্রাহ্মণ পরিবারে কেন মধ্যাহ্নভোজন সারবেন, তাই নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। তবে কি দিল্লিতে কৃষক আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির জেরে এবার বাংলায় চাষিদের এড়িয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? না কি দলিত ভোটের পাশাপাশি বাংলার উচ্চবর্ণের হিন্দু ভোটকে যাতে আরও বেশি করে পাশে পাওয়া যায় সেই জন্যই বিজেপির এই স্ট্র্যাটেজি? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে।