Home আপডেট রাজ্যের সাগরদত্ত ও পিয়ারলেস হাসপাতালে জানুয়ারিতে শুরু হতে চলেছে Sputnik-V ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল……

রাজ্যের সাগরদত্ত ও পিয়ারলেস হাসপাতালে জানুয়ারিতে শুরু হতে চলেছে Sputnik-V ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল……

রাজ্যের সাগরদত্ত ও পিয়ারলেস হাসপাতালে জানুয়ারিতে শুরু হতে চলেছে Sputnik-V ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল……

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হবে রুশ ভ্যাকসিন Sputnik-V -এর পরীক্ষামূলক প্রয়োগ। সব কিছু ঠিকঠাক চললে আগামী জানুয়ারি মাসের প্রথম দিকেই উত্তর ২৪ পরগনার কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে শুরু হবে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন Sputnik-V -র তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ।এর আগেই সাইট ম্যানেজমেন্ট সংস্থা ট্রায়ালের জন্য প্রয়োজনীয় সমীক্ষা করেছে এই হাসপাতালে। যার মধ্যে হাসপাতালের পরিকাঠামো এবং কোল্ড স্টোরেজ সুবিধা-সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সাগর দত্ত মেডিক্যালের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটিও টিকার পরীক্ষামূলক প্রয়োগে সবুজ সংকেত দিয়েছে।তবে শুধু সাগর দত্ত হাসপাতাল নয়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পিয়ারলেস হাসপাতালেও শুরু হতে চলেছে এই ট্রায়াল। সম্প্রতি এই ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে এথিক্স কমিটি।জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন চলে আসবে। ভারতে স্পুটনিক-ভি-র বরাত পেয়েছে ডা. রেড্ডি’জ ল্যাবরেটরিজ। পশ্চিমবঙ্গে সাইট ম্যানেজমেন্ট সংস্থা ক্লিনিমেড লাইফসায়েন্সেস ট্রায়াল পরিচালনা করছে।সংস্থার বিভাগীয় প্রধান স্নেহেন্দু কোনার এর আগেই জানান, ট্রায়ালের অনুমোদন চেয়ে সমীক্ষার ফলাফল সম্পর্কিত একটি প্রতিবেদন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)-এর কাছে পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, “আমরা সাইটটি পরিদর্শন করেছি, এর পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখার পাশাপাশি ভ্যাকসিন এবং অন্য়ান্য নমুনাগুলি সংরক্ষণের সুবিধা সম্পর্কেও খোঁজ নিয়েছি”।ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কলকাতায় শুরু হয়েছে ভারত বায়োটেকের কোভিড-টিকা কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। ২ ডিসেম্বর বেলেঘাটা নাইসেডে এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিসেস বা নাইসেডে (NICED)-এ এই পরীক্ষামূলক প্রয়োগ চলছে। নাইসেডের অধিকর্ত্রী শান্তা দত্ত ইতিমধ্যেই জানিয়েছেন, নাইসেডে এক হাজার জনের উপর এই ট্রায়াল চলছে। একটি দলকে দেওয়া হচ্ছে ভ্যাকসিনের ডোজ, অন্য দলটিকে টিকার পরিবর্তে দেওয়া হবে অন্য কিছু। দু’টি দলের উপরেই পর্যবেক্ষণ চলবে। সেখান থেকেই খতিয়ে দেখা হবে ফলাফলগুলি।