Home আপডেট সপ্তাহ শেষে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে কলকাতা সহ গোটা রাজ্যে……

সপ্তাহ শেষে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে কলকাতা সহ গোটা রাজ্যে……

সপ্তাহ শেষে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে কলকাতা সহ গোটা রাজ্যে……

দারুণ খবর শোনাল আবহাওয়া দফতর। শুক্রবার, ১৮ ডিসেম্বর থেকে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে ফিরতে চলেছে শীতের আমেজ। দিন পাঁচেক থাকবে এমন আবহাওয়া, বলেছে আবহাওয়া অফিস।আর দিন কয়েকের অপেক্ষা। তারপর টানা পাঁচদিন শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। এমনই আশার খবর শুনিয়েছেন আবহাওয়াবিদরা। এখনও পর্যন্ত টানা শীতের আমেজ খুব কম সময়ের জন্য পাওয়া গিয়েছে। আর এ নিয়ে আক্ষেপ রয়েছে রাজ্যবাসীর মন। সবাই অপেক্ষা করেছেন জমিয়ে ঠান্ডা পড়ার জন্য।মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ১৮ ডিসেম্বর থেকে থেকে ২২ ডিসেম্বর তারিখ পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা তো বটেই সারা রাজ্যে এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস তাদের।এদিনের হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার থেকে তাপমাত্রা অনেকটাই কমবে। ওইদিন থেকে রাতের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে। ওই সময় কলকাতার তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। চলতি মাসের ১৮ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই নামবে বলে মনে করা হচ্ছে। তা নেমে ১২ ডিগ্রিসেলসিয়াসে পৌঁছতে পারে।এ তো গেল কলকাতার কথা। বেশ কয়েকটি জেলায় তা আরও বেশি নামবে বলে জানাচ্ছেন তাঁরা। কলকাতায় যা তাপমাত্রা থাকবে, কয়েকটি জেলায় তার থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। এর মধ্যে বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া,ঝাড়গ্রাম, বীরভূমে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। তা  ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।গত কয়েকদিন ধরে প্রবল কুয়াশা দেখেছে রাজ্যবাসী। ঘন কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছিল কলকাতা। আগামী দু-একদিনেও কুয়াশা থাকতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। কুয়াশার কারণে অনেক সমস্যা তৈরি হয়। বিশেষ করে যানবাহন চলাচলে। বিমান পরিষেবাও প্রবল ভাবে ব্য়াহত হয়। গত কয়েক দিনের কুয়াশার কারণে কলকাতার বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে। কুয়াশার কারণে সমস্যা হয় ট্রেন চলাচলে। ভোরের দিকে যে সব গাড়ি রাস্তায় নামে, সেগুলি চালাতে বেগ পেতে হয় চালকদের। গাড়ি চালাতে হয় ধীর গতিবেগে। না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়।