Home আপডেট তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শান্তিপুরের কংগ্রেস বিধায়কের……

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শান্তিপুরের কংগ্রেস বিধায়কের……

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শান্তিপুরের কংগ্রেস বিধায়কের……

রাজ্যে এখন দলবদলের হিড়িক লেগেছে , বলা ভালো বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। আর যাঁরাই বিজেপিতে যাচ্ছেন, তাঁদের সবার একটাই অভিযোগ, “দলে থেকে কাজ করতে পারছিলাম না।” এ বার বিজেপির পথে হাঁটা লাগালেন রাজ্যের আরও এক বিধায়ক।তিনি এখনও কংগ্রেসেরই বিধায়ক। সেই অরিন্দম ভট্টাচার্য তৃণমূল ঘুরে এ বার বিজেপি-যাত্রা করলেন। অবশ্য এটা একদমই অপ্রত্যাশিত কিছু নয়। গত কয়েক মাস ধরেই অরিন্দমবাবুর নানা রকম পদক্ষেপ নিয়ে এই রকম জল্পনাই চলছিল।বুধবার দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শান্তিপুরের বিধায়ক অরিন্দমবাবু। পাঁচ বছর আগে বিরোধী জোটের প্রার্থী হিসেবে ভোটে জেতা অরিন্দমবাবু কিন্তু এখনও খাতায় কলমে কংগ্রেসের বিধায়কই রয়ে গিয়েছেন।বিজেপিতে যোগ দেওয়ার পরে অরিন্দম বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানে আস্থা রেখে বিজেপি-তে যোগ দিলাম।’’তাঁর অভিযোগ, লকডাউনের সময় অনেক আশা নিয়ে বাইরে কর্মরতরা পশ্চিমবঙ্গে ফিরেছিলেন। কিন্তু তাঁদের কর্মসংস্থান করতে পারেনি রাজ্য। সেই সঙ্গে তাঁর আক্ষেপ, ‘‘এখন বাংলায় শুধু ব্যক্তি আক্রমণের রাজনীতি হয়। এই পরিস্থিতি বদলের প্রয়োজন।’’২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে শান্তিপুর থেকে জিতেছিলেন অরিন্দম। প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরিন্দম হারিয়েছিলেন হেভিওয়েট তৃণমূল প্রার্থী অজয় দে-কে। তবে ‘দলে থেকে বেশি দিন কাজ করতে না পেরে’, ২০১৭ সালের জুন মাসে তৃণমূলে যোগ দেন তিনি।অরিন্দমের সঙ্গেই তৃণমূলে যোগ দেন নদিয়া জেলার আর এক কংগ্রেস বিধায়ক শঙ্কর সিংহ। তবে তৃণমূলে যোগ দিলেও অজয়-শিবিরের সঙ্গে অরিন্দমের সম্পর্ক কখনও মসৃণ হয়নি। গত বছর শান্তনু মাহাতো নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল অজয়বাবুর লোকজন।গত বছর এপ্রিলে রামনবমীর দিন ‘করোনা নাশ যজ্ঞ’ও করেছিলেন অরিন্দম। এর পরেই তাঁর বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়। গত নভেম্বরে রাজ্যপাল জগদীপ ধনখড় শান্তিপুরের রাস উৎসবে যোগ দিতে এলে অরিন্দম তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তখন থেকে অরিন্দমের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও জোরাল হয়।কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া অরিন্দমবাবু অবশেষে ‘কাজ করার সুযোগ’ পান কি না, এখন সেটাই দেখার।