Home আপডেট জামিয়া মিলিয়াতে পুলিশি বর্বরতার প্রতিবাদে সামিল দেশের ছাত্রসমাজ

জামিয়া মিলিয়াতে পুলিশি বর্বরতার প্রতিবাদে সামিল দেশের ছাত্রসমাজ

জামিয়া মিলিয়াতে পুলিশি বর্বরতার প্রতিবাদে সামিল দেশের ছাত্রসমাজ

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবারের পুলিশের নৃশংসতার প্রতিবাদে গর্জে উঠল দেশের ছাত্র সমাজ। গোটা ঘটনার প্রতিবাদে এ দিন রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়ারা পথে নেমেছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকে দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে পড়ুয়ারা অবস্থানে বসেছেন। এই বিক্ষোভে সামিল হয়েছেন কয়েক হাজার পড়ুয়া। পিছিয়ে নেই কলকাতাও। জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ‘পুলিশি নৃশংসতার’ প্রতিবাদ এবং আক্রান্ত পড়ুয়াদের প্রতি সংহতি জানিয়ে রাত ১১টা থেকে ধরনায় বসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। যাদবপুর ৮বি-তে এই বিক্ষোভ কর্মসূচি চলছে।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামিয়ার পড়ুয়া ও শিক্ষকদের ডাকা বিক্ষোভ ঘিরে রবিবার বিকেলে দিল্লির জামিয়া নগর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন পরপর বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। চলে ভাঙচুর। যার জেরে লাঠিচার্জ করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসের শেল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান শুরু করে দিল্লি পুলিশ। বিনা অনুমতিতে গায়ের জোরে পুলিশ ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের ব্যাপক মারধর করেছে বলে দাবি করেছেন চিফ প্রক্টর ওয়াসিম আহমেদ খান।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের বক্তব্য, পুলিশের ধাওয়া খাওয়ার পরে হাঙ্গামাকারীরা জামিয়া ক্যাম্পাসে গা ঢাকা দিয়েছিল। তাদের ধরতেই পুলিশ সেখানে ঢুকতে বাধ্য হয়। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তাদের দাবি।