Home আপডেট Sukanta on Mamata: মমতা বুঝতে পেরেছেন রাজ্যে বাম – কংগ্রেসের ভোট কোনও দিন তৃণমূল পাবে না: সুকান্ত

Sukanta on Mamata: মমতা বুঝতে পেরেছেন রাজ্যে বাম – কংগ্রেসের ভোট কোনও দিন তৃণমূল পাবে না: সুকান্ত

Sukanta on Mamata: মমতা বুঝতে পেরেছেন রাজ্যে বাম – কংগ্রেসের ভোট কোনও দিন তৃণমূল পাবে না: সুকান্ত

[ad_1]

কংগ্রেস ও সিপিএম সমর্থকরা কোনও দিনই তৃণমূলকে ভোট দেবে না, এই বাস্তবটা বুঝতে পেরেই কংগ্রেসের সঙ্গে রাজ্যে জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, অস্বাভাবিক এই জোট কোনও দিন টেকার কথা ছিলই না। তাই জোট ভেঙে গিয়েছে।

সুকান্তবাবু বলেন, ‘ইন্ডি জোট কোনও দিনই হওয়ার কথা ছিল না। ইন্ডি জোট কোনও দিনই বাস্তবসম্মত ও বাস্তবিক নয়। স্বভাববিরুদ্ধ একটা জোট ছিল’।

সুকান্তবাবু মনে করান, ‘কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন কতজন কংগ্রেস সমর্থক মারা গেছেন। তারা তো এই তৃণমূলের হাতেই খুন হয়েছে। এখন ওরা উপরে যদি কোনও জোট করে। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি যদি পাশাপাশি বসে ফিশ ফ্রাই এবং চা খায়। তাতে যদি আপনারা ভাবেন যে নীচের তলায় কংগ্রেস ও সিপিএম কর্মীরা তৃণমূলকে ভোট দেবে জোট করে। এটা হওয়া সম্ভব নয়। রাজনৈতিক ভাবে এটা মূর্খতা। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাস্তবটা বুঝতে পেরেছেন। তাই জোটে উনি থাকতে চাইছেন না। বাংলার সিপিএম ও কংগ্রেস কোনও দিনই এই জোটের পক্ষে ছিলেন না’।

বুধবার দুপুরে বর্ধমানে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘না, আমার কংগ্রেসের কোনও কথা হয়নি। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। আমি প্রস্তাব দিয়েছিলাম। ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একা লড়ব’।

মঙ্গলবার রাহুল গান্ধী বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সময়মতো তার ফল আপনারা জানতে পারবেন। মমতাদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বা ও ওদের কেউ জোট নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন। তবে তা জোটের পথে বাধা হবে বলে মনে হয় না’।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here