Home অফ-বিট Supermoon 2023: এই আগস্টেই ফের দেখা যাবে সুপারমুন, কবে কখন?

Supermoon 2023: এই আগস্টেই ফের দেখা যাবে সুপারমুন, কবে কখন?

Supermoon 2023: এই আগস্টেই ফের দেখা যাবে সুপারমুন, কবে কখন?

[ad_1]

Supermoon 2023: রাতের আকাশ যাঁদের টানে, তাঁদের জন্যে সুখবর। এবার সেপ্টেম্বর মাসেও মিলবে সুপারমুন দেখার সুযোগ। এই নিয়ে পর পর তিন মাসে তিন বার সুযোগ মিলছে সুপারমুন দেখার। পাশাপাশি বৃহস্পতিবার মিলবে ব্লু-মুনের দেখা। কেন বার বার মিলছে সুপার মুনের দেখা? কি বলছেন বিশেষজ্ঞরা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

সুপারমুন বা দানব চাঁদ এবং ব্লু-মুন বা নীল চাঁদের দেখার জন্য উৎসাহ নিয়ে অপেক্ষা করেন আকাশ প্রেমীরা। অনেকে তা ক্যামেরা বন্দিও করেন। এর মধ্যে অবশ্য খুব অবাক করা কিছু দেখেন না জ্যোতির্বিজ্ঞানীরা। তবে রাতের অন্ধকারে চাঁদকে অন্য দিনের চেয়ে অন্য রকম দেখতে লাগলে চোখ টানে সবারই। তাই সুপারমুন এবং ব্লু-মুন সাধারণ মানুষকে অবাক করে প্রতি বারই। কাকে বলে সুপারমুন? ব্লু-মুনই বা কী?

বিড়লা তারামণ্ডলের বিজ্ঞান আধিকারিকদের ব্যাখ্যা, পৃথিবীর চার দিকে উপবৃত্তাকার পথে ঘোরার সময়ে চাঁদ কখনও পৃথিবীর খুব কাছে এসে পড়ে। এই সময়ে পৃথিবী ও চাঁদের দূরত্ব তিন লক্ষ ৫৬ হাজার কিলোমিটার থেকে তিন লক্ষ ৭০ হাজার কিলোমিটারের মধ্যে থাকে। এই ঘটনার সময়ে যদি পূর্ণিমা পড়ে, তা হলে চাঁদের গোল চাকতি অন্য পূর্ণিমার তুলনায় বড় দেখতে লাগে। একেই সুপারমুন বলে।

এ বছরের প্রথম সুপারমুন দেখা গিয়েছিল ৩ জুলাই। এরপরে ফের তা দেখা গেছে ২ অগস্ট। এরপর দেখা যাবে ২৯ সেপ্টেম্বর। মানে তিন মাসে তিন বার সুপারমুন দেখার সুযোগ মিলছে। তবে ব্লু-মুনের বিষয়টা আলাদা। নামে ‘ব্লু’ থাকলেও চাঁদের রঙে কোনও পরিবর্তন হয় না। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোনও মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার পূর্ণচন্দ্রকেই ‘ব্লু-মুন’ বলা হয়। এ বছর অগস্টে এমনই ঘটছে। ২ অগস্টের পর মাসের দ্বিতীয় পূর্ণিমা ৩১ আগস্ট। সে দিনই দেখা যাবে ‘ব্লু-মুন’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here