Home খেলাধুলো শুভমান গিলের ভারতীয় ‘এ’ দলের জার্সিতে অসাধারণ দ্বিশতরান

শুভমান গিলের ভারতীয় ‘এ’ দলের জার্সিতে অসাধারণ দ্বিশতরান

শুভমান গিলের ভারতীয় ‘এ’ দলের জার্সিতে অসাধারণ দ্বিশতরান

 

শুভমান গিল নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় এ দলের হয়ে অনবদ্য এক দ্বিশতরানের ইনিংস খেললেন। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে এ কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান(২০৪) করেন শুভমান।

শুভমান গিল ও হনুমা বিহারী(১০০) চতুর্থ উইকেটের জন্য অপরাজিত ২২২ রান যোগ করেন। ভারতীয় এ দলের হয়ে শতরান করেন প্রিয়াঙ্ক পাঞ্চাল (১১৫)।
২২ বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে ২৭৯ বলেই ২০৪ রান করেন শুভমান গিল। হেগলে ওভালে প্রথম ইনিংসে মাত্র ২১৬ রানেই গুটিয়ে যায় হনুমা বিহারীর নেতৃত্বধীন দল। প্রথম ইনিংসেও দলের হয়ে সর্বোচ্চ রান করেন শুভমান(৮৩)। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড এ দল সাত উইকেটে ৫৬২ রান করে ইনিংস ঘোষণা করে।

কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে অনুষ্ঠিত ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিলেও প্রথম এগারোয় খেলার সুযোগ পাননি । শুভমান এই পারফরম্যান্সের জেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে প্রথম একাদশে জায়গা পান কিনা তার জন্য অপেক্ষা করতে হবে‌।