Home আপডেট Suvendu Adhikari: অবসরশ্রী! ডবল ডবল চাকরি, আমলাদের ফের নিয়োগ নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

Suvendu Adhikari: অবসরশ্রী! ডবল ডবল চাকরি, আমলাদের ফের নিয়োগ নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

Suvendu Adhikari: অবসরশ্রী! ডবল ডবল চাকরি, আমলাদের ফের নিয়োগ নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

[ad_1]

নতুন বছর। নতুন আশা। কিন্তু যাঁরা এখনও কলকাতায় রাস্তায় ধর্নায় তাঁদের কি আশা জাগাতে পারবে নতুন বছর। কী করবেন সেই চাকরিপ্রার্থীরা? তারমধ্য়েই এবার বিস্ফোরক পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। একের পর এক পদস্থ আমলাকে ফের রাজ্য সরকারের উপদেষ্টা পদে চাকরি দেওয়া নিয়ে খোঁচা দিয়ে পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে তাদের তালিকাও তুলে ধরেছেন তিনি।

শুভেন্দু লিখেছেন, নতুন বছর শেষের পথে। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীদের কাছে কোনও আশার আলো নেই। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডবল ডবল চাকরির মতো এত নিষ্ঠুর জোকস আর হয় না।

ডবল ডবল চাকরি কেবলমাত্র স্পেশাল ক্যাটাগরির মানুষদের জন্য় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ব্যক্তিগত স্বার্থ যারা চরিতার্থ করেছেন সেকারণে তাদের পুরষ্কৃত করা হচ্ছে। অবসরের পরেও ডবল ডবল চাকরি।

 

সেখানে মমতার ডবল ডবল চাকরির বক্তব্যের একটি ক্লিপ তুলে ধরা হয়েছে। তার পাশেই একাধিক আইএএস ও আইপিএসের কথা উল্লেখ করা হয়েছে যারা অবসরের পরেও উপদেষ্টা হিসাবে পদ পেয়েছেন।

শুভেন্দুর পোস্টে উল্লেখ করা হয়েছে, ডিজিপি পোস্ট থেকে অবসর নেওয়ার পরে মনোজ মালব্য রাজ্য পুলিশের উপদেষ্টা হিসাবে নিয়োগপত্র পেয়েছেন। আলাপন বন্দ্যোপাধ্য়ায় মুখ্যসচিব থেকে অবসর নিলেও মুখ্য়মন্ত্রীর মুখ্য় উপদেষ্টা হয়ে গিয়েছেন। রামদাস মীনা রেসিডেন্ট কমিশনার থেকে অবসর নিলেও মুখ্য় উপদেষ্টা পাবলিক অ্যান্ড রিলেশনস হয়ে গিয়েছেন।

অর্থমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পরে অর্থ দফতরের মূল উপদেষ্টা হয়ে গিয়েছেন অমিত মিত্র। মুখ্যসচিব থেকে সদ্য অবসর নেওয়ার পরে হরিকৃষ্ণ দ্বিবেদী হয়েছেন অর্থ দফতরের উপদেষ্টা।

এভাবেই একদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে রাস্তায় বসে রয়েছেন অনেকেই। আর অনেক আমলা আবার অবসর নেওয়ার পরে আবার চাকরি পাচ্ছেন রাজ্য সরকারের অধীন। পোস্টে লেখা হয়েছে অবসরশ্রী।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here