Home আপডেট Suvendu Adhikari: প্রতি মাসে ১০০ জনকে রাম মন্দির দর্শনে নিয়ে যাবেন শুভেন্দু

Suvendu Adhikari: প্রতি মাসে ১০০ জনকে রাম মন্দির দর্শনে নিয়ে যাবেন শুভেন্দু

Suvendu Adhikari: প্রতি মাসে ১০০ জনকে রাম মন্দির দর্শনে নিয়ে যাবেন শুভেন্দু

[ad_1]

নন্দীগ্রামের মানুষকে রাম মন্দির দর্শনে নিয়ে যাবেন শুভেন্দু অধিকারী। রবিবার বছরের শেষ দিন নন্দীগ্রাম বজরং কমিটি আয়োজিত হনুমান পুজোয় অংশগ্রহণ করে একথা জানালেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। স্থানীয়দের আশ্বস্ত করে তিনি বলেন, যারা নিজের টাকায় রাম মন্দির দর্শনে যেতে পারবেন না তাদের সাথে সেবক শুভেন্দু সব সময় আছে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘রাম মন্দির দর্শনের জন্য গোটা দেশ থেকে ৭০০ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। সেই সব ট্রেনে টিকিট কেটে উঠতে হবে। নন্দীগ্রামের যারা টিকিট কেটে রাম মন্দির দর্শনে যেতে পারবেন না তাদের মধ্যে প্রতি মাসে আমি ১০০ জন করে ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করে দেব। জানুয়ারি মাসের ২২ তারিখের পর থেকে নন্দীগ্রামে রাম মন্দির দর্শন কর্মসূচি শুরু হবে। যারা নিজেদের ক্ষমতায় যেতে পারবেন যাবেন, যারা পারবেন না তাদের জন্য শুভেন্দু অপনাদের সেবক আপনাদের সাথে আছে’।

এদিন রাম মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে দিঘায় জগন্নাথ কালচারাল সেন্টারের প্রসঙ্গও তোলেন শুভেন্দুবাবু। বলেন, রাম মন্দির তৈরি হয়েছে সনাতনীদের নিধি দিয়ে। সনাতনীরা বিশ্ব হিন্দু পরিষদকে যে টাকা দিয়েছে তা দিয়ে তৈরি হয়েছে মন্দির। দিঘার জগন্নাথ কালচারাল সেন্টারের মতো সরকারি টাকায় তৈরি নয়।

আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। প্রায় অর্ধশতকের আইনি লড়াইয়ের পর অযোধ্যার বিতর্কিত প্রাঙ্গনে রাম মন্দির তৈরির অনুমতি দেয় আদালত। রাম মন্দিরকে হাতিয়ার করে বিজেপি ২০২৪এর ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছে বিরোধীরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here