Home আপডেট Suvendu Adhikari: ‘ব্যাগ গোছান!’ সুজিত, তাপসের বাড়িতে ED হানা নিয়ে কটাক্ষ শুভেন্দুর,পাল্টা কুণালও

Suvendu Adhikari: ‘ব্যাগ গোছান!’ সুজিত, তাপসের বাড়িতে ED হানা নিয়ে কটাক্ষ শুভেন্দুর,পাল্টা কুণালও

Suvendu Adhikari: ‘ব্যাগ গোছান!’ সুজিত, তাপসের বাড়িতে ED হানা নিয়ে কটাক্ষ শুভেন্দুর,পাল্টা কুণালও

[ad_1]

শীতের সকাল থেকে ফের একাধিক তৃণমূল নেতামন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে ইডি। তৃণমূল বিধায়ক তাপস রায়, দমকলমন্ত্রী সুজিত বসু ছাড়া উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। এই ইডি হানা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, শুভ দিনে (স্বামী বিবেকানন্দের জন্মদিন) সকাল থেকে শুভ কাজ করতে বেরিয়ে পড়েছে ইডি। তিনি বলেন, ইডি আধিকারিকদের হাতে তথ্যপ্রমাণ আছে বলেই তারা বাড়িতে গিয়েছে। তাঁর অভিযোগ, ‘দমকলমন্ত্রী সুজিত বসু সরাসরি পুর নিয়োগ দুর্নীতিতে যুক্ত। সুজিত বসুর দুই ঘনিষ্ঠ আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী কামারহাটিতে পুরসভায় চাকরি পেয়েছে। ব্যাগ গোছানো শুরু করুন। সঙ্গে শীতের জিনিসও রাখবেন।’

এই ইডি হানাকে ফের রাজনৈতিক উদ্দেশে বলে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি  বলেন,  ‘ইডির তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে এই অভিযান হচ্ছে।’

পড়ুন। বিধায়ক তাপস রায়ের ফ্ল্যাটেও ইডি, তল্লাশি উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও

কুণাল আরও বলেন, ‘রাজনীতির ময়দানে বিজেপি হেরে যাচ্ছে, হেরে গিয়েছে, সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এঁদেরকে উৎপাত করা হচ্ছে।’

মন্ত্রী শশী পাঁজা এই ইডি তল্লাশির নিন্দা করেন। শশী পাঁজা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা হচ্ছে। এটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। বিজেপিই এই সব করাচ্ছে, এটা জলের মতো পরিষ্কার।’

শুক্রবার সকাল থেকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বাড়ির শ্রীভূমির দুটি বাড়িতে, বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়, উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি হানা দেয়। ইডি আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

 বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে আবাসনে তাপসবাবু থাকেন সেখানে সাত সকালে পৌঁছে যান তদন্তকারীরা। আসাবসেন মূল ফটক তখনও বন্ধ। পরে ডাকাডাকির পর খোলা হয় গেট। এদিকে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সলির সুবোধ চক্রবর্তীর বাড়িতেও আজ হানা দিয়েছে ইডি। বিরাটির খলিসাকোটা পল্লীতে তাঁর বাড়ি। এর আগে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here