Home আপডেট Suvendu Adhikari: মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার! পেতে গেলে মানতে হবে শুভেন্দুর এই শর্ত

Suvendu Adhikari: মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার! পেতে গেলে মানতে হবে শুভেন্দুর এই শর্ত

Suvendu Adhikari: মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার! পেতে গেলে মানতে হবে শুভেন্দুর এই শর্ত

[ad_1]

লোকসভা নির্বাচনের আগে বুধবার বর্ধমানের সভা থেকে আরও ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করে অন্নপূর্ণা যোজনায় ২০০০ টাকা করে দেওয়ার কথা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে মুর্শিদাবাদের লালবাগে দলের কর্মিসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। সঙ্গে প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫০ টাকা দামে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবে রাজ্যবাসী।

বুধবার সংক্ষিপ্ত ভাষণে শুভেন্দু বলেন, ‘মায়েরা তৃণমূলের ৫০০ টাকার চক্করে কেউ পড়বেন না। সব মা – দিদিকে বলবেন, বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা চালু করে আপনাদের ২ হাজার করে আমরা টাকা দেব। মায়েরা বলবেন সমস্ত প্রতিবেশীকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মতো আমরা যেদিন সরকারে আসব, তার পরের মাসের ১ তারিখ থেকে গ্যাস পাবেন। আনুন বিজেপিকে, দেখিয়ে দেব কী ভাবে ডাবল ইঞ্জিন কাজ করে’।

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘শুধু নবগ্রামের কানাই আর ডোমকলের জাফিকুল নয়, গরুপাচারের সঙ্গে যুক্ত ৮০ শতাংশ তৃণমূল ফাঁকা হয়ে যাবে। কেষ্ট আর কেষ্টর কন্যার মতো তারা তিহাড়ের মাটিতে গড়াগড়ি খাবে’।

বুধবার বর্ধমানের সভায় মমতা বলেন, ‘আমরা দুয়ারে সরকার করেছিলাম। আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অনেকে আপনাকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন, আমি এগুলোর দিকে নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৬টি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। ১৩ লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা এখনো পাচ্ছেন না তারা পাবেন, ১ ফেব্রুয়ারি থেকে’।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বার্ধক্য ভাতার টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে ৯ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছি। আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা বিধবা ভাতা পাবেন। আরও ৭ হাজার মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরও ১০ লক্ষ সংযুক্ত হবে। অর্থাৎ ৮৫ – ৯৫ লক্ষ। আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরও ৮৫ হাজার মহিলা সংযুক্ত হলেন’।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here