Home আপডেট Suvendu Adhikari: ‘মুসলিম মন্ত্রীদের উচ্ছেদ করে হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্য সাজানো হচ্ছে সরকারি বাংলো’

Suvendu Adhikari: ‘মুসলিম মন্ত্রীদের উচ্ছেদ করে হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্য সাজানো হচ্ছে সরকারি বাংলো’

Suvendu Adhikari: ‘মুসলিম মন্ত্রীদের উচ্ছেদ করে হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্য সাজানো হচ্ছে সরকারি বাংলো’

[ad_1]

রাজ্যের ৩ সংখ্যালঘু মন্ত্রীকে ঘরছাড়া করে সেই বাড়ি সাজানো হচ্ছে সদ্য অবসরপ্রাপ্ত মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্য। এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্র। তৃণমূলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে আরও চকচকে ররতে ও মুসলিম ভোট টানতে মুসলিম নেতারা তাদের কাছে নিছকই মুখ। ক্যামেরা বন্ধ হলেই তাদের সঙ্গে অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করা হয়।

শুভেন্দুবাবুর দাবি, কলকাতার পার্ক সার্কাসের কাছে সরকারি পালাটিয়াল বাংলো সম্প্রতি সংস্কারের কাজ শুরু হয়েছে। ৭০০০ স্কোয়ার ফিটের এই বাংলোয় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী থাকবেন। বাংলো সংস্কার, সাজানো ও আসবাব কিনতে ২ কোটি টাকা খরচ করছে সরকার। এই বাংলোর বর্তমান বাসিন্দারা হলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব আখতারুজ্জমান, প্রাক্তন সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু লিখেছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্র। তৃণমূলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে আরও চকচকে ররতে ও মুসলিম ভোট টানতে মুসলিম নেতারা তাদের কাছে নিছকই মুখ। ক্যামেরা বন্ধ হলেই তাদের সঙ্গে অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করা হয়।

শুভেন্দুর প্রশ্ন, যে বিধায়ক ও মন্ত্রীদের কলকাতায় বাড়ি নেই তাদের ঘরছাড়া করে কেন কলকাতায় ২টি বাড়ির মালিক হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্য সরকারি বাংলো বরাদ্দ হল? সঙ্গে শুভেন্দুবাবু মনে করিয়েছেন, মুখ্যসচিব থাকাকালীন সরকারি বাংলোয় থেকেও HRA নিয়েছেন হরিকৃষ্ণবাবু। যেজন্য সরকারের ১৬.৪ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হয়েছে।

বলে রাখি, গত ৩০ ডিসেম্বর অবসর নিয়েছেন বিদায়ী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। গত মাসেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর চালাকালীন নবান্নে হাজির হয়ে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ৩ বিজেপি বিধায়ক। নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন তিনি।

অবসরপ্রাপ্ত IAS – IPSদের সরকারি পদে নিয়োগের নজির নতুন নয়। এর আগেও সুরজিৎ কর পুরকায়স্থ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় একাধিক পুলিশ আধিকারিক ও আমলাকে অবসরের পরে মোটা টাকা দিয়ে উপদেষ্টার পদে বসিয়েছেন মমতা। বিরোধীদের দাবি, প্রশাসনিক আধিকারিক হয়েও রাজনৈতিক পক্ষপাতিত্বে পুরস্কার পেয়েছেন তাঁরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here