Home আপডেট Suvendu Adhikari: রাজ্যকে দেশদ্রোহীদের মুক্তাঞ্চলে পরিণত করেছেন মমতা: শুভেন্দু

Suvendu Adhikari: রাজ্যকে দেশদ্রোহীদের মুক্তাঞ্চলে পরিণত করেছেন মমতা: শুভেন্দু

Suvendu Adhikari: রাজ্যকে দেশদ্রোহীদের মুক্তাঞ্চলে পরিণত করেছেন মমতা: শুভেন্দু

[ad_1]

সংসদে রং বোমা হামলায় অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল নেতা তাপস রায়ের ছবি প্রকাশ্যে আসায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নগরকেন্দ্রিক নকশালদের আশ্রয়দাতা বলে আখ্যা দেন তিনি।

বৃহস্পতিবার সংসদ হামলায় অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল নেতা তাপস রায়ের ছবি প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দাবি করেন, ললিতের সঙ্গে তৃণমূলের নিবিড় যোগাযোগ রয়েছে। সেই পোস্ট শেয়ার করে বিজেপি নেতা অমিত মালব্য মমতাকে আক্রমণ করে লেখেন, এই নিয়ে মমতা চুপ কেন?

অমিত মালব্যর পোস্ট শেয়ার করে শুভেন্দু লিখেছেন, ‘নাগরকেন্দ্রিক নকশালদের পালন ও টুকড়ে টুকড়ে গ্যাংকে উৎসাহিত করতে, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীদের নিরাপদ পথ করে দিতে ও নথি তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সফলভাবে একটি বাস্তুতন্ত্র তৈরি করেছেন। দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এখন দেশবিরোধীদের ঘাঁটি ও দেশদ্রোহীদেরল মুক্তাঞ্চল ও সূতিকাগৃহ হয়ে উঠেছে’।

সংসদে ওই হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যে জানা যায় হামলাকারীরা বিজেপি সাংসদের কাছ থেকে পাস নিয়ে সংসদের দর্শক গ্যালারিতে প্রবেশ করেছিলেন। তার পরই বিজেপির ওপর চাপ বাড়াতে শুরু করে তৃণমূল। কিন্তু বৃহস্পতিবার ললিত ঝায়ের সঙ্গে তাপস রায়ের ছবি প্রকাশ্যে আসতেই খেলা ঘুরে যায়। তৃণমূলের বিরুদ্ধে হামলাকারীদের যোগাযোগ রয়েছে বলে সরব হয় বিজেপি।

সংসদ হামলায় অভিযুক্ত ললিত ঝা বৃহস্পতিবার রাতে থানায় আত্মসমর্পণ করেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ললিত ঝা ও তার পরিচিত যুবক নীলাক্ষ আইচের ব্যাপারে অনুসন্ধান করতে কলকাতা পৌঁছেছে দিল্লি পুলিশের বিশেষ দল।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here