Home আপডেট Suvendu Adhikari: শুভেন্দুর সন্দেশখালি যাওয়া রুখতে ডিভিশন বেঞ্চে রাজ্য, শুনলেনই না প্রধান বিচারপতি

Suvendu Adhikari: শুভেন্দুর সন্দেশখালি যাওয়া রুখতে ডিভিশন বেঞ্চে রাজ্য, শুনলেনই না প্রধান বিচারপতি

Suvendu Adhikari: শুভেন্দুর সন্দেশখালি যাওয়া রুখতে ডিভিশন বেঞ্চে রাজ্য, শুনলেনই না প্রধান বিচারপতি

[ad_1]

শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাওয়া রুখতে ডিভিশন বেঞ্চে দায়ের রাজ্য সরকারের মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যার ফলে মামলাটির আর কোনও প্রাসঙ্গিকতাই রইল না। বৃহস্পতিবার সন্দেশখালির জেলিয়াখালিতে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ যেতে পারবেন বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। সঙ্গে তাঁদের সফরের জন্য প্রশাসনের তরফে জারি করা ১৪৪ ধারায় স্থগিতাদেশ জারি করেছিলেন তিনি।

আরও পড়ুন: ‘BJP এবং সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জন্য…’ শাহজাহানের গ্রেফতারি নিয়ে সুকান্ত

বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য। রাজ্যের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই মামলার দ্রুত শুনানি প্রয়োজন। একথা শুনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের অনেক কাজ আছে। কে যাচ্ছেন আর কে যাচ্ছেন না অত দেখার সময় আমাদের নেই। পদ্ধতি মেনে মামলা দায়ের করুন। তালিকা অনুসারে শুনানির জন্য এলে শোনা হবে।’

বলে রাখি, এদিন সন্দেশখালির পথে রামপুরে শুভেন্দু অধিকারী ও শংকর ঘোষকে আটকায় পুলিশ। ব্যারিকেড করে আটকানো হয় তাদের। এর পর শুভেন্দুবাবু পুলিশের একটি নথিতে সই করেন। তার পর সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সন্দেশখালির জেলিয়াখালির হালদারপাড়ায় যাওয়ার জন্য রামপুর ফেরিঘাটের দিকে এগিয়ে যায় তাঁর গাড়ি।

আরও পড়ুন: ‘আমার কথা সত্যি হল তো’, শাহজাহান গ্রেফতারের পর বললেন সিপিএম নেতা নিরাপদ সর্দার

বুধবার এক নির্দেশে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী ও শংকর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। সেজন্য সেখানে থাকা ১৪৪ ধারায় স্থগিতাদেশ জারি করেন তিনি। বিচারপতি নির্দেশ দেন, সন্দেশখালিতে গিয়ে কোনও জমায়েত বা অশান্তি তিনি করবেন না, এই মর্মে পুলিশকে মুচলেকা দিয়ে শুভেন্দুবাবুকে যেতে হবে সেখানে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here