Home আপডেট Suvendu Adhikari: সন্দেশখালি যেতে দিতে হবে শুভেন্দু অধিকারীকে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Suvendu Adhikari: সন্দেশখালি যেতে দিতে হবে শুভেন্দু অধিকারীকে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Suvendu Adhikari: সন্দেশখালি যেতে দিতে হবে শুভেন্দু অধিকারীকে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

[ad_1]

সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারীসহ যে কোনও ব্যক্তি। তাদের বাধা দিতে পারবে না পুলিশ – প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। কিন্তু সেই বিধিনিষেধের বৈধতা যাচাই করবে আদালত।

আরও পড়ুন: কাটমানি থেকে MNREGAর টাকা লুঠের অভিযোগ, সেই নেতার ওপরেই সন্দেশখালিতে ভরসা TMCর

সন্দেশখালি যেতে চেয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা সোমবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ওঠে। আদালতে শুভেন্দুবাবুর আইনজীবী সওয়াল করে বলেন, ভারতীয় সংবিধান যে কোনও নাগরিককে ভারত ভূখণ্ডের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার দেয়। কিন্তু শুভেন্দুবাবুকে সন্দেশখালিতে যেতে দেওয়া হচ্ছে না। পালটা সওয়ালে রাজ্যের তরফে দাবি করা হয়, শুভেন্দুবাবু সন্দেশখালির বাসিন্দা নন। ফলে সেখানে ১৪৪ ধারা জারি নিয়ে তাঁর মামলা করার অধিকার নেই। তাছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট বলছে শুভেন্দুবাবু সন্দেশখালিতে গেলে গোলমাল হতে পারে।

এর পর বিচারপতি চন্দ রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, কোন ঘটনায় কে প্রভাবিত হবেন সেটা কি রাজ্য ঠিক করে দিতে পারে। আমিও সন্দেশখালির ঘটনায় প্রভাবিত হয়ে সেখানে যেতে চাইতে পরি। এভাবে ব্যক্তিবিশেষকে আটকানো বেআইনি। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যেতে দিতে হবে। যেখানে ১৪৪ ধারা জারি নেই সেখানে যেতে পারবেন তিনি। সেক্ষেত্রে তাঁর গতিবিধির ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে পুলিশ। কিন্তু সেই বিধিনিষেধ বৈধ কি না তা খতিয়ে দেখার অধিকার রয়েছে আদালতের। এব্যাপারে সোমবার বিকেলে আদালত বিস্তারিত রায় দেবে বলে জানিয়েছেন বিচারপতি চন্দ।

আরও পড়ুন: ৭ মার্চ কলকাতার ৩ মেট্রো লাইনের উদ্বোধন? আসছেন মোদী, যেতে পারবেন গঙ্গার তলা দিয়ে

বলে রাখি, গত মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। কিন্তু ২ বারই তাঁকে আটকায় পুলিশ। এর পর সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here